রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে জমির বিরোধের বিচারেই পুলিশের সামনে ব্যবসায়ীকে মারপিট আহত ৩ রাজশাহীতে আগে ট্রেনের টিকিটের আগ্রহ নাই যাত্রীদের! রাজশাহীতে আগে ট্রেনের টিকিটের আগ্রহ নাই যাত্রীদের! ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতরণ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক চাঁদ আটক বাগমারায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত রাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে সংবাদ পরিবেশন মোটেও কাম্য নহে-বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন মধুপুরে যুবককে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে দুর্বৃত্তরা ১৫১ বছরে দেশসেরা রাজশাহী কলেজ জেসমিন নিহতের ঘটনার বিচার বিভাগীয় দাবি রাজশাহী বিশিষ্ঠজনদের মধুপুরে হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মানবতাবাদী প্রয়াত নেতা রতন বড়ুয়ার স্মরনসভা ও দানানুষ্ঠান ১৫ এপ্রিল নওগাঁয় ৩৪২বস্তা চাল নগত ২ লক্ষ টাকাসহ বার জন ডাকাত গ্রেফতারঃ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-২ কোম্পানীগঞ্জে হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টার এর ইফতার সামগ্রী বিতরণ রাজশাহীতে ব্রয়লারের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দাম প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পুঠিয়ায় ঈমামের বেতন চাওয়ায় দুইজনকে কুপিয়ে হত্যার চেষ্টা রাঙ্গাবালীতে বন বিভাগের ১০ পিস গাছ উদ্ধার বগুড়া‘র ডিবি মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ করলে আ.লীগের নেতাকর্মীরাও ছাড় পাচ্ছেন না: শিল্প প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার পঠিত

অপরাধ করলে আ.লীগের নেতাকর্মীরাও ছাড় পাচ্ছেন না: শিল্প প্রতিমন্ত্রী
সব ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধ করলে তারাও ছাড় পাচ্ছেন না।’

বুধবার (১৬ ডিসেম্বর) ‘মহান বিজয় দিবস-২০২০’ উপলক্ষে বিশ্বের ৫০ দেশের প্রবাসী বাংলাদেশি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভার্চুয়াল আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন,‘প্রতিকূল পরিস্থিতিতে বঙ্গবন্ধু কখনো জনগণকে একা রেখে পালিয়ে যাননি। দেশের মানুষকে পাকিস্তানি হানাদারদের পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে তিনি বারবার কারাবরণ করেন। মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন হবে, তা কেউই ভাবতে পারেননি। এত অল্প সময়ে স্বাধীনতা অর্জনের উদাহরণ ইতিহাসে বিরল। শুধু জাতির পিতার ক্যারিশমেটিক নেতৃত্ব ও তার ওপর জনগণের অবিচল আস্থার কারণে এটি সম্ভব হয়েছে।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দেশে-বিদেশে বসবাসরত নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে হবে।’

রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মাণের ফলে করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনৈতিক কার্যক্রম চলমান রয়েছে।’

ভার্চুয়াল সভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাক না দিলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। তার আহ্বানে সাড়া দিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশে মারাত্মকভাবে পিছিয়ে পড়ে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আবার উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে রয়েছে।’

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, ‘স্বাধীনতার পর অল্প সময়ের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়নসহ বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তি তৈরি করেছিলেনন। জাতির পিতা সেসব কাজ বাস্তবায়ন করতে না পারলেও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো বিশাল প্রকল্প বাস্তবায়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বের সক্ষমতার পরিচয় বহন করে। পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের অর্থনীতির চিত্রপট আরও ইতিবাচকভাবে বদলে যাবে।’

অনুষ্ঠান সঞ্চালয়নায় ছিলে আওয়ামী লীগের জার্মান শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও ইঞ্জিনিয়ার কাজী আসিফ হোসেন দ্বীপ। এতে আরও বক্তব‌্য রাখেন আওয়ামী লীগের জার্মানি শাখার সভাপতি এ কে এম বসিরুল আলম চৌধুরী, ডেনমার্ক শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সুইডেন শাখার সভাপতি জাহাঙ্গীর কবীর, রাশিয়া শাখার সভাপতি ড. হাবিবুর রহমান শেখ, সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক আল আমিন, চীন শাখার সভাপতি মো. জনি, জাম্বিয়া শাখার সভাপতি ড. মুহাম্মদ নুরুল হোসেন, কুয়েত শাখার উপদেষ্টা আকবর হোসেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম, পর্তুগাল শাখার সভাপতি জহিরুল আলম জসিম, ফিনল্যান্ড শাখার সভাপতি মাঈনুল ইসলাম, স্পেন শাখার সাধারণ সম্পাদক মো. রিজভী আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150