রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ “” মহান স্বাধীনতা দিবসে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের অনুপস্থিতিতে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ “” ক্ষেতলাল উপজেলায় ২৬ মার্চ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় সায়িম ১ম সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ২ বাংলাদেশির রাজশাহীতে জেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাজশাহী নগরে রেলওয়ের জমিতে নিষেধাজ্ঞা দিয়ে হয়রানি দুপচাঁচিয়া উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ২৬ মার্চ ও জাতীয় দিবস ২০২৩ পালিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্বাধীনতা সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ নওগাঁসহ সারাদেশ পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা হরিলুট দেখার কেউ নেই??? নওগাঁর সাবেক গার্মেন্ট্স্ ব্যবসায়ী শাজাহান আলী এখন পথের ভিখারি! ১০ কোটি টাকা লোকসানে, মসজিদের সামনে আজ ভিক্ষা করছেন —-??? নওগাঁয় পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ!!! মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত রাঙ্গাবালীর ৭১ স্কুল পেল ল্যাপটপ দিনাজপুর হিলিতে গণহত্যা দিবস পালিত ভয়াল কালো রাত আজ রাজশাহীতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কতার বিতরণ “”জামালপুরে পাচারকারীর নিষিদ্ধ প্রতিষ্ঠান লর্ড এয়ার ইন্টারন্যাশনালের অন্যতম প্রধান সহযোগী এবং ওয়ারেন্ট ভুক্ত মানব পাচারকারী-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪”” নগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ ৪ চোর গ্রেফতার নওগাঁ রমজান মাস জুড়ে ইফতারি বিতরণ করবেন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল তরফদার!!!

অপেক্ষা থাকা ইন্ডিয়ার বিদায় নিশ্চিত করল পাকিস্তান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

এইচ এম নাছির।

শ্বাসরুদ্ধকর আরেকটি ম্যাচের দেখা মিলল শারজায়। রান উৎসব হতে থাকা এশিয়া কাপে লো স্কোরিং ম্যাচেও থাকল শেষ ওভারের থ্রিলার। এমন রোমাঞ্চ ছড়াল যে আসরে এটিকেই সেরা ম্যাচের তকমা দিয়ে দিলেন ধারাভাষ্যকাররা। আফগানিস্তানের বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। শিরোপা লড়াইয়ে তারা প্রতিপক্ষ পাচ্ছে শ্রীলঙ্কাকে। সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারত ও আফগানিস্তানের।

বুধবার ১৩০ রানের সহজ লক্ষ্যে নামা পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। রানের খাতা না খোলা বাবর আজমকে পরাস্ত করে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফজলহক ফারুকি।

মুজিবুর রহমানের করা তৃতীয় ওভারের প্রথম বলে ব্যাট ছুঁয়েই দৌড় শুরু করেছিলেন ফখর জামান। নন স্ট্রাইক প্রান্তে এসে বিস্ময়করভাবে দৌড়ের গতি কমিয়ে দেন। এতে নাজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রান আউট হন ৫ রানে।

অল্প রানের পুঁজি নিয়েও পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন আফগান বোলার-ফিল্ডাররা। প্রথম ৬ ওভারে আফগানিস্তানের স্কোর যেখানে ছিল ২ উইকেটে ৪৮ রান, পাকিস্তান সেখানে সংগ্রহ করে ২ উইকেটে ৩৫ রান।

ওপেনিং ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান এক চার ও এক ছক্কার মারে ২০ রান করে রশিদ খাঁনের বলে এলবিডব্লিউ হন। রিজওয়ান রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি। লো স্কোরিং ম্যাচে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান তখন বিপদে।
আফগানিস্তান নিজেদের ইনিংসের প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭২ রান তুলেছিল। পাকিস্তান ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমায় ৫২ রান।

চাপে পড়া পাকিস্তান মোহাম্মদ নবির করা ১২তম ওভারে ১৪ রান তুলে কিছুটা মুক্ত হয়। এই ওভারে একটি করে চার ও ছক্কা মারেন শাদাব খাঁন। পরের ৩ ওভারে অবশ্য তারা ১৩ রানের বেশি নিতে পারেনি। ফলে শেষ ৩০ বলে জয়ের জন্য দরকার পড়ে ৪৫ রান।

চতুর্থ উইকেটে ৪২ রান যোগ করেন ইফতিখার আহমেদ ও শাদাব খাঁন। ১৬তম ওভারে পেসার ফরিদ আহমেদের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ইব্রাহিম জাদরানের হাতে ধরা পড়েন ধীর গতিতে ৩০ রানের ইনিংস খেলা ইফতিখার। ভাঙ্গে চতুর্থ উইকেট জুটি, ম্যাচে দারুণভাবে টিকে থাকে আফগানরা।

রশিদ খাঁনের করা ১৭তম ওভারের প্রথম বলে শাদাব ছক্কা মারলেও দ্বিতীয় বলে শর্ট থার্ডম্যানে আজমতুল্লাহ ওমরজাইয়ের ক্যাচে পরিণত হন। ২৬ বলে এক চার ও ৩ ছক্কায় ৩৬ রান করে আউট হন শাদাব। ঘটনাবহুল ওভারের তৃতীয় বলে ক্রিজে এসেই ছক্কা মারেন আসিফ আলী। উইকেট হারালেও ওভারটিতে পাকিস্তান ১৪ রান তুলে নেন।

ফারুকির পরের ওভারের প্রথম বলেই লেগ বিফোরে কাটা পড়েন ৪ রান করা নেওয়াজ। একই ওভারের শেষ বলে এক রান করে খুশদিল শাহ বোল্ড হলে জয়ের সম্ভাবনা জাগে আফগানিস্তানের।

শেষ ১২ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২১ রান। ফরিদ ১৯তম ওভারে বল হাতে নেন। দ্বিতীয় বলে শূন্য রানে হারিস রউফকে বোল্ড করে তিনি আফগানদের জয়ের রাস্তা মসৃণ করেছিলেন। চতুর্থ বলে আসিফ আলী ছক্কা মেরে সমীকরণ ৮ বলে ১২ রানে নামিয়ে আনেন। পঞ্চম বলে আবারও মারতে গিয়ে করিম জানাতের হাতে ধরা পড়েন ৮ বলে ১৬ রান করা আসিফ।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১১ রান, হাতে ছিল এক উইকেট। ফারুকির হাতে বল তুলে দেন অধিনায়ক নবি। প্রথম বলটাই ফারুকি দেন ফুলটস, সোজা শটে লং অফের উপর দিয়ে ছক্কা মারেন নাসিম শাহ। সমীকরণ দাঁড়ায় ৫ বলে ৫ রান। পরের বলে আবারও ফুলটস দেন ফারুকি। আবারও লং অফের উপর দিয়ে ছক্কা মেরে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের নায়ক বনে যান ৪ বলে ২ ছক্কায় ১৪ রান করা নাসিম।

আফগানিস্তানের পক্ষে ফারুকি ও ফরিদ ৩টি করে উইকেট নেন। দুটি উইকেট নেন রশিদ খাঁন।

এর আগে শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নামে আফগানিস্তান। দুর্দান্ত শুরু পেয়েও স্কোর বড় করতে পারেনি মোহাম্মদ নবির দল। ৬ উইকেটে ১২৯ রানের বেশি তারা করতে পারেনি। ৩৭ বলে ৩৫ রান করে আফগানদের সর্বোচ্চ স্কোরার ইব্রাহিম জাদরান।

ছোট মাঠে ব্যাটিংয়ে নেমে শুরুতে আগ্রাসী ক্রিকেট খেলে আফগান দল। ৩.২ ওভারে ৩৫ রান তোলার পর হঠাৎ শক্তি হারিয়ে ফেলে। ১১ বলে ১৭ রান করা রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে পাকিস্তানকে সাফল্যের শুরুটা দেন হারিস রউফ।

স্লোয়ারের ফাঁদে ফেলে আরেক ওপেনার হজরতউল্লাহ যাজাইকে ফেরান মোহাম্মদ হাসনাইন। উইকেটে থিতু হয়েও বেশি রান করতে পারেননি করিম জানাত। ১৯ বলে তার ব্যাটে এসেছে মাত্র ১৫ রান।

নাজিবুল্লাহ জাদরান ফিরেছেন শাদাব খানের বলে ক্যাচ হয়ে। মাত্র ১৩ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারানো দলটিকে ১২৯ পর্যন্ত নিয়ে যান রশিদ খান। ১৫ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন মূলত লেগ স্পিনার তারকা।

২৬ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার হারিস রউফ। একটি করে উইকেট নিয়েছেন নাসিম, নেওয়াজ, শাদাব ও হাসনাইন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150