কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেটুতে ওই তিনজন নিখোঁজ হয়েছিলেন।
আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার পাকিস্তান কর্মকর্তাদের এ ঘোষণার মাধ্যমে ড্রামেটিক ট্রাজেডির সমাপ্তি ঘোষণা করা হলো।
গত ৫ ফেব্রুয়ারি কে২ পর্বতে নিখোঁজ হন পাকিস্তানের বিখ্যাত পর্বতারোহী মুহাম্মদ আলী সাদপারা (৪৫), আইসল্যান্ডের জন স্নোরি (৪৭) ও চিলির হুয়ান পাবলো মোরকে (৩৩)।
বৃহস্পতিবার গিলগিট বালটিস্তানের প্রাদেশিক পর্যটনমন্ত্রী রাজা নাসির আলী খান বলেন, সকল আবহাওয়া বিশেষজ্ঞ, পর্বতারোহী এবং পাকিস্তান সেনাবাহিনীর বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তে একমত হয়েছেন যে, কোনো মানুষ এমন খারাপ আবহাওয়ায় বেঁচে থাকতে পারে না। এ কারণে আমরা তাদের মৃত ঘোষণা করছি।
তবে নিখোঁজদের মরদেহ উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি।