আবুল কাশেম (ভ্রাম্যমাণ প্রতিনিধি।।
উন্নয়ন-সংস্কারের পর গত বুধবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু চিড়িয়াখানায় আগের সেই পশুপাখি নেই। পশুপাখিগুলোর কিছু মারা গেছে, কিছু বিক্রি করা হয়েছে। আবার কিছু অনুদান হিসেবে বিভিন্নজনকে দেওয়া হয়েছে। নতুন করে পশুপাখি না আনার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র। চিড়িয়াখানার ভেতরে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার ও রিসোর্ট।
এ ঘটনায় নগরবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে মেয়র খায়রুজ্জামান বলেছেন, এত অল্প জায়গায় আসলে চিড়িয়াখানা হতে পারে না। এখানে নতুন করে পশুপাখি আনা হবে না। ভবিষ্যতে রাজশাহীতে একটি সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনা আছে। চিড়িয়াখানায় বিভিন্ন উন্নয়নকাজ হবে। শিশুদের বিনোদনের জন্য থাকবে বিভিন্ন ধরনের রাইড। পর্যায়ক্রমে এসব কাজ বাস্তবায়ন করা হবে।