লোকসংগীত তারকা কুদ্দুস বয়াতি বলেছেন, বাঙালির ঐতিহ্য লোকসংগীতসহ বিভিন্ন ধরনের গানকে ধ্বংস করে দিতে চাইছে একশ্রেণির উগ্র মৌলবাদীরা। তারা গানের বিপক্ষে, মুক্তিকামী জনতার বিপক্ষে। তারা ইসলাম ও কুরআনের আইন প্রতিষ্ঠা করার নামে সংগীত শিল্পীদের অধিকার হরণ করার মধ্য দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়।
শনিবার (২৭ মার্চ) রাতে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন কুদ্দুস বয়াতি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে খালিয়াজুরী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন কুদ্দুস বয়াতি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, প্রশাসনের আমন্ত্রণেই এখানে সংগীত পরিবেশনে এসেছিলেন দেশ বরণ্য লোকসংগীত তারকা কুদ্দুস বয়াতি। তার পরিবেশনায় আমরা মুগ্ধ।