চট্টগ্রামে আলোচিত তাহমিনা সিমি নামের এক কিশোরী গ্যাং লিডারকে আটক করেছে চট্টগ্রামের পতেঙ্গা থানা পুলিশ।
পুরুষ বন্ধুকে সাথে নিয়ে এক কিশোরীকে পতেঙ্গা নেভাল বিচ এলাকায় অমানবিক মারধর এবং হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এই মাস্তান কিশোরীকে শনিবার আটক করে।
শনিবার (১৩ মার্চ) রাতে আটকের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান।
পুলিশ জানায়, তাহমিনা সিমি নামের এই কিশোরী একজন কিশোরী গ্যাং লিডার হিসেবে পরিচিত। গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে মারধর করেছিলেন সিমি ও তার গ্রুপ।
পরে ওই তরুণীর মামলায় দুই সহযোগীসহ আটক হন সিমি। এই মামলায় বেশ কয়েকদিন কারাগারে থেকে জামিন পায় সে। সর্বশেষ গত শুক্রবার সিমি ও তার গ্রুপের আরও একটি অপকর্মের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক পুরুষ বন্ধুকে সাথে নিয়ে এক কিশোরীকে অমানবিকভাবে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়।
ভিডিওটি আলোড়ন তোলার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে আটক করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।