মোঃ সামিউল হক সায়িম,
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
“সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ নভেম্বর শনিবার, সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস ও উপজেলাধীন বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কালাই এর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। প্রধান অতিথি ছিলেন কালাই এর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথিদ্বয় ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহ্বান ছিলো “সমবায়ের যাদু স্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।” উল্লেখ করে মূল্যবান বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গুড নেইবার মহিলা সমবায় সমিতির সেক্রেটারি ফেরদৌসি খাতুন, এলতা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আঃ রতন প্রমুখ।
অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন উক্ত সমবায় অফিসের সহকারী পরিদর্শকদ্বয় মাহবুবর রহমান মর্তুজা। সর্বিক সহযোগিতায় ছিলেন ঐ অফিসের হারুনুর রশীদ।
কালাই থানার ওসি মোঃ ওয়াসিম আল বারী, উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলী আলামিনসহ এলাকার সমবায়ী ও সুধীমহল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।