সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
সরকার দেশে প্রথমবারের মতো পেঁয়াজ, আলু ও ডিমের দাম বেঁধে দিলেও তা কার্যকর হচ্ছে না দুপচাঁচিয়ার হাটবাজারে।
রবিবার (২৪সেপ্টেম্বর) বাজারে খুচরা পর্যায়ে নির্ধারিত ৬৪ থেকে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০থেকে ৯০ টাকায়, ৩৫ থেকে ৩৬ টাকার আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, আর ১২ টাকার ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায়।
উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লার হাট বাজার, মুদি ও সবজির দোকান, স্থানীয় বাজার এবং উপজেলার কাঁচাবাজার হাট ঘুরে এমনটি চিত্র দেখা যায়।
কারণ হিসেবে বেশিরভাগ দোকানি ও ব্যবসায়ীদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় এই ৩টি কৃষিপণ্যের বেঁধে দেওয়া দামের বিষয়ে তারা অবগত আছেন। কিন্তু আগের দামেই যেহেতু তাদের পণ্য কিনতে হচ্ছে, তাই তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। কাঁচা বাজার কিনতে আসা
ক্রেতারা বলছেন, স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং না থাকার কারণে দ্রব্য মূল্যের দাম দিন দিন বেড়েই চলছে। নিম্ন আয়ের মানুষদের বাজার করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।
বিশিষ্টজনের মতে, খুব দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক ভাবে বাজার সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে হবে, তা নাহলে সাধারণ মানুষের জীবন যাত্রা থমকে যাবে।