সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে আটক করেন। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ রাসেল আহম্মেদ দুপচাঁচিয়া থানা বগুড়া সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় দুপচাঁচিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দুপচাঁচিয়া থানাধীন দুপচাঁচিয়া পৌরসভার ধাপেরহাট খাবার হোটেলের সামনে হইতে সাদেকুল ইসলাম(৩১), পিতা-মোঃ জয়নাল প্রাং, সাং-বড়ধাপ, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়াকে আটক করেন। এবং তার হেফাজ থাকা একটি তিন চাকা বিশিষ্ট পায়ে চালিত ছিনতাইকৃত ভ্যান গাড়ি উদ্ধার করেন। উক্ত আসামীর নিকট হতে উদ্ধারকৃত ভ্যান গাড়িটি সাক্ষীদের সম্মুখে জব্দ করেন।
উল্লেখিত ঘটনায় এসআই মোঃ রাসেল আহম্মেদ ওই রাতেই বাদী হয়ে মামলা দায়ে করলে ১৮৬০ সালের পেনাল কোড আইনে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।