সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল বুধবার (১নভেম্বর) অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের সন্ধিহান ৫ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ হাবিবুর রহমান(৩৮)(৪নং গুনাহার ইউপির সাংগাঠনিক সম্পাদক, বিএনপি), পিতা-মৃত খোরশেদ আলী মন্ডল, সাং-তালুচ উত্তরপাড়া, ২। মোঃ মতিন মন্ডল(৩৭)(উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক, বিএনপি), পিতা-মোঃ নুরুল ইসলাম মন্ডল, সাং-ধাপ সুখানগাড়ী, ৩। এসএম হেলাল হোসেন ওরফে মনোয়ার(৫০)(৫নং গোবিন্দপুর ইউপির সভাপতি, বিএনপি), পিতা-মৃত আলহাজ্ব গোলজার হোসেন মল্লিক, সাং-পাঁচখুপি, ৪। মোঃ শফিউল ইসলাম ওরফে শাজাহান(৬৩)(উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাহক, বিএনপি), পিতা-মৃত শামছুদ্দিন মন্ডল, সাং-ভালি মন্ডলপাড়া, ৫। মোঃ মজিবর রহমান ওরফে মজি (৬৫), রাজনৈতিক সম্পাদক উপজেলা, জামায়াত) পিতা- মৃত করমতুল্লাহ প্রাং, সাং- গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, সকলের জেলা-বগুড়াদেরকে দুপচাঁচিয়া উপজেলাধীন থানা এলাকা হইতে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত বিএনপি ও জামায়াত, কর্মীদের বৃহস্পতিবার (২ নভেম্বর) বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।