দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ঃ
বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পোথাট্টি বাজার এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক ও সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস। এ সময়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, ট্যাক অফিসার উপ-সহকারী প্রকৌশলী মনছুর আলী, আওয়ামীলীগ নেতা মহসিন আলী, ডিলার আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই কর্মসূচির আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ১২জন ডিলারের মাধ্যমে প্রতিমাসে মোট ৬ হাজার ৭৩৭ জন কার্ডধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে।