সুশান্ত দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দিহাল আসামী জামায়াত কর্মী সহ দুইজনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দিহাল আসামী জামায়াত কর্মী উপজেলার তালোড়া পলিপাড়া গ্রামের মৃত আঃ রাজ্জাক এর ছেলে শাহাজাহান আলী (৩০) কে গ্রেফতার করেছে। অপর দিকে তালোড়া বাজারে সন্দেহজনক ঘোরাফেরাকালে উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ছানোয়ার (৪০) গ্রেফতার করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামীদ্বয়কে গত রোববার (১৯ নভেম্বর) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।