দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :
গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। পরে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় কবিতা আবৃতি ও গজল পরিবেশন করা হয়। শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী স্কুল চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে মাসব্যাপি এই কর্মসূচির উদ্বোধন এবং প্রতিষ্ঠানটির নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। উল্লেখ্য অনুষ্ঠানের উপজেলার বীরমুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।