সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
গত ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা মুলক র্যালী ও লিফলেট বিতরণ সহ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ দিন সকালে পৌরসভা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী, ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ র্যালীর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই নিয়ামান নাসির, কাউন্সিলরদের নেতৃত্বে র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সেই সাথে গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সচেতনমুলক লিফলেট বিতরণ ও পৌর সদরের বিভিন্ন জায়গায় মশক বিধনের ওষুধ স্প্রে করা হয়। একই সাথে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় মেয়র বলেন এ অভিযান কাউন্সিলরবৃন্দ দের মাধ্যমে পৌরসভার নয় ওয়ার্ডে চলমান রাখা হবে।