স্টাফ রিপোর্টার : মমিন জাদরান
দুর্গাপুরে আইকন মানবকল্যাণ সেবা সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী এমন বিতরণ করাকে
ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের মানুষ। দুর্গাপুর উপজেলা দুরন্ত মডেল একাডেমী প্রাঙ্গণে আইকন মানবকল্যাণ সেবা সংস্থার আয়োজনে স্থানীয় কচিকাচা শিশুদের ও কিশোর কিশোরীদের মাঝে রোজ সোমবার বেলা ১১ টার দিকে শিশুদের ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইকন মানবকল্যাণ সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য তোফাজ্জল হোসেন তপু বলেন
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল হাতে পাওয়া মানে ঈদের আনন্দের উৎসবের মত।
আমাদের সমাজ সকল ক্ষেত্রে অনেক পিছিয়ে। পরবর্তীতে আরও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে পিছিয়ে পড়া আইকন মানবকল্যাণ সেবা সংস্থার প্রতিষ্ঠানের প্রধান টার্গেট অসহায়দের উৎসাহিত করা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ আর্থিক সহযোগিতা ও সমাজ কে উন্নয়ন শীল গড়ে তোলার কোন বিকল্প নেই।
শিশুর সুন্দর বিকাশের স্বার্থে আমাদেরকে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে। খোলামেলা প্রাকৃতিক পরিবেশে খেলাধুলা শিশুর মনোদৈহিক বিকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী খেলাধুলা করা ।
যেখানে অনেক শিশু একসাথে বাধাহীন খেলার সুযোগ পায় । প্রকৃতির সাথে মিশে যাওয়া এবং চারপাশে যে কর্মযজ্ঞ চলছে তাতে অংশগ্রহণের মধ্য দিয়েই শিশুর মেধার বিকাশ ঘটবে বলে অনুষ্ঠানের শেষে এমন বক্তব্য দিয়ে শেষ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খাঁনের সভাপতিতে কিরা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।
আরো উপস্থিত ছিলেন আইকন মানব সেবা সংস্থার জ্যেষ্ঠ সদস্য তোফাজ্জল হোসেন তপু, দুর্গাপুর উপজেলা আইকন সেবা সংস্থার কোষাধক্ষ্য হাসিবুর রহমান হাসিব, দুরন্ত মডেল একাডেমীর পরিচালক শফিকুল ইসলাম স্বপন মাষ্টার৷ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন মহল উপস্থিত ছিলেন।