“””””””””””””””””””””””””””””””””””””””
নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী ঘাটে ছোট যমুনার নদীর বুকে একটি সেতু নির্মানে বদলে গেছে বদলগাছী থেকে আধাইপুর ইউনিয়ন বদলগাছী থেকেবিলাশবাড়ী ইউনিয়ন আবার বদলগাছী থেকে বালুভরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা।
বৃদ্ধি পেয়েছে জীবনযাত্রার মান ও অর্থনীতির চিত্র। দীর্ঘ কয়েক বছর ধরে ওই নদীতে কোনো সেতু না থাকায় এই উপজেলার তিনটি ইউনিয়ন এর মানুষের চরম দুভোর্গ পোহাতে হয়েছে। বর্তমানে কাদিবাড়ি ঘাটে সেতু নির্মান করায় দীর্ঘদিনের চরম ভোগান্তির অবসান হয়েছে। পাল্টে গেছে তিনটি ইউনিয়নের যোগাযোগের চিত্র। সেতু নির্মাণ হওয়ায় ভাগ্য বদলেছে দুই উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের।স্থানীয় অধিবাসীরা জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এ নদীতে ব্রীজ ছিলো না। এতে করে সাধারন মানুষেরা খুবই ভোগান্তিতে পড়তে হয়েছে। সেতুটি নির্মানের ফলে যাতায়াতের সুবিধা হয়েছে বলেও জানান তারা।
যানবাহন চালকরা জানান, সেতু না থাকায় যানবাহন নৌকা দিয়ে পারাপার করা হতো। খুব ভোগান্তি পোহাতে হতো।সেতু নির্মানের ফলে এখন সহজেই মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে যাওয়া যায়।বদলগাছী উপজেলার দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম জানান, আগে আমরা এ নদীতে নৌকা দিয়ে পারপার হতাম। অফিসের জরুরী কোন কাজে উপজেলায় যেতে খুব সমস্যা হতো কিন্তু কাদিবাড়ী ঘাটে এ সেতু নির্মান হওয়ার পর থেকে বর্তমানে দু’পারের শিক্ষার্থী ও সাধারন জনগন খুব সহজেই যাতায়াত করতে পারছেন। বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন বলেন কাদিবাড়ী ঘাটে একটি সেতু নির্মানের কারণে বদলগাছী থেকে আধাইপুর ইউনিয়ন বদলগাছী থেক বিলাশবাড়ী ইউনিয়ন আবার বদলগাছী থেকে বালুভরা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। বিশেষ করে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন বেশকিছু গ্রামের স্থানীয়রা খুবই ভোগান্তিতে ছিলেন। তিনটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের কষ্ট ভোগান্তি দুর হয়ে বদলে গেছে জীবনযাত্রা ও যোগাযোগের ব্যবস্থা।