শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তালোড়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে নাঃ এই সরকারের অধীনে অনুষ্ঠিত ভোট হবে ‘খাদ্যমন্ত্রী’ সাধন চন্দ্র মজুমদার এমপি!!!!!! সাপাহারে মাদক সেবী ছেলের হাতে মা খুন নওগাঁয় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জীবন দিলেন সাময়িক বরখাস্তকৃত শিক্ষক হারুনুর রশিদ, কেন আত্মাহত্য করেছে তিনি??? কালাইয়ে হেলাল-বুলুর মাংসের দোকানে জরিমানা নওগাঁ সুলতানা জেসমিনের আর্থিক লেনদেনের প্রমান পত্র মিলেছে নওগাঁ এ ডি সি মিলটনের নাম!!!!! নওগাঁসদর উপজেলায় ইলেকট্রনিক পণ্যের রির্চাজেবল ফ্যানের দোকানে ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে ৪ টি প্রতিষ্ঠান কে জরিমানা সরকার পালানোর পথ খুজে পাবেনা-সরকারের সময় শেষ-বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি তে -আসাদুল হাবিব দুলু দৈনিক মানবাধিকার প্রতিদিনের সম্পাদক স্টাফ রিপোর্টারদের কার্ড প্রদান করেন রাঙ্গাবালীতে চরমোন্তাজে একটি খাল দখল মুক্ত করেছেন উপজেলা পরিষদ পটুয়াখালীতে কাঁঠাল চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আহত ১ বঙ্গবন্ধুর উপর লেখা কাব্যগ্রন্থ বইটি প্রকাশ করতে প্রধানমন্ত্রীর সাহায্য চান দুপচাঁচিয়ার নতুন কবি আবু সাঈদ। দুপচাঁচিয়া থানা অভিযানে যৌনপীড়ন মামলার ১ ও ওয়ারেন্টভুত্ত ১ আসামী গ্রেফতার। তালোড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের জনসংযোগ রাঙ্গাবালীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত ৫ শেরপুরের ঝিনাইগাতীতে যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফেক/ভুয়া মেইল আইডি খুলে প্রশাসনের মেইলে ভুয়া তথ্য প্রেরণ এর প্রতিবাদ জানিয়েছেন-“খলিলুর রহমান”। জামালপুরে দুদকের গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে নওগাঁর বাগাচারা এলাকায় সড়ক দুর্ঘটনা ঘাতক ট্র্যাক – ড্রাইভার মামুনুর রশীদ নামে এক জন গ্রেফতার!!!! নওগাঁ জেলা প্রশাসসক খালিদ মেহেদী হাসানকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন সাংবাদিক সংগঠন!!!!

নওগাঁ জেলা টেলিভিশন.প্রিন্ট এন্ড অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনর সাদেকুল সভাপতি, এম আর রকি সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক কমিটি ঘোষনা করা হয়েছে । ২১ সদস্য বিশিষ্ট কমিটির সাদেকুল ইসলাম কে সভাপতি (ইনডিপেনডেন্ট টিভি,দৈনিক মানবজমিন, বিডি নিউজ ২৪) এম আর রকি কে সাধারণ সম্পাদক ( সময় টিভি, ডেইলী সান, বাংলাদেশ টুডে, আমার সংবাদ, সম্পাদক ভিশন নিউজ টুডে ) নির্বাচিত করা হয় ।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের মুক্তির মোড় একটি অভিজাত হোটেলে সর্ব সম্মতি ক্রমে দ্বি বার্ষিক এ কমিটি ঘোষনা করা করা হয় । পুর্ব ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম এ কমিটি ঘোষনা করেন । কমিটির অন্যনোরা হলেন, সহ সভাপতি (১)আব্দুল মজিদ সম্রাট, (বিজয় টিভি ও দৈনিক ভোরের ডাক) (২) ডিএম ফজলে রাব্বি (দৈনিক পদযাত্রা অপরাধ চিহৃ,) যুগ্ম সম্পাদক (১) রাইয়হান আলী ( এশিয়ান টিভি) (২) হাসান শাহরিয়ার পল্লব, (দৈনিক গন মুক্তি) সাংগঠনিক সম্পাদক ফজলে মাহমুদ চাঁদ ( গন টেলিভিশন) অর্থ সম্পাদক বুলবুল আহম্মেদ ( বরেন্দ্র টিভি) প্রচার সম্পাদক রকিবুল ইসলাম ( চিত্র সাংবাদিক সময় টিভি) দফতর সম্পাদক সাদ্দাম হোসেন ( চিত্র সাংবাদিক ইনডিপেনডেন্ট টিভি) সাকিবুল হাসান ক্রীড়া সম্পাদক (ভিশন নিউজটুডে) ।

এবং কমিটির নির্বাহী সদস্য নির্বাচিত হন মো: নাজিম উদ্দন তনু ( বাংলাদেশ টুডে, সহ সম্পাদক ভিশন নিউজ টুডে) আক্কাস আলী দৈনিক (বসুন্ধারা) হাবিবুর রহমান( মোহনা টেলিভিশন) সোহেল রানা ( সিএনএন টিভি,ঢাকা প্রতিদিন ডেইলী নিউজ মেইল ) মোকলেছুর রহমান( এশিয়ান টিভি ) শামীম আহম্মেদ (ডেইলী নিউজ টাইম) সবুজ হোসাইন ( ভোরের চেতনা ) আবু সাইদ ( সংবাদ সারা বেলা ) কামাল উদ্দিন টগর ( দৈনিক যায় যায় কাল, সিএনটিভি) চৌধুরী মুরাদ হোসেন( দৈনিক মানব কন্ঠ) ।

সংগঠনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিগত কমিটির পরিধি সম্প্রসারণের লক্ষে সদস্য মতামতের ভিত্তিতে নওগাঁ জেলা টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনেরনা নাম পরিবর্তন করে জেলা টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন করা হয় । সভায় সিদ্ধান্ত মোতাবেক জেলায় টেলিভিশন, প্রিন্ট অনলাইন পত্রিকা কর্মরত সাংবাদিকরা এ সংগঠনের সাথে যুক্ত হতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150