শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট থানার পৃথক ৩টি অভিযানে ২৪ কেজি গাজা সহ ট্রাক ও অটোভ্যান আটক শেরপুরে ১৯০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবস্যায়ী গ্রেফতার নওগাঁর শাপাাহারে স্বপন নামে এক জন ভূয়া ডাক্তারের জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত!!!! নওগাঁ দক্ষিণ কালীতলা আরতী রানী নারী বীর মুক্তিযোদ্ধার ১৯৭১সালে কাহিনী কথা: রাঙ্গাবালীতে ৭০০ গ্রাম গাজাঁসহ গ্রেফতার-০১ স্বামীর স্বীকৃতি পেতে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাড়িতে কৃষি কর্মকর্তা আমাদের ধনবাড়ীর গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নওগাঁ বাস ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকের উভয় পক্ষের সংঘর্ষ অতঃপর ২০ জন আহত!!!!! চট্টগ্রাম সিএমপি, ইপিজেড থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে চোরাই মটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার-০৫ মধুপুর কাঁচা বাজারে লাগামহীন ভাবে বেড়েই চলছে দ্রব্য মূল্যের দাম নওগাঁয় ৪দিন ব্যাপী ‘কথক নৃত্যের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত!!!!! নওগাঁ আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূলহোতা রাজু মন্ডল গ্রেফতার!!!! ৯৯৯-এ দিয়ে প্রাণ বাঁচলো সাগরে ভাসমান ২৯ জেলের নওগাঁর নিয়ামেতপুর ঐতিহ্যবাহী ঘুঘুডাঙ্গায় তাল পিঠ মহাউৎস আগামী কাল শুরু!!!! বগুড়ার মাদক বিরোধী অভিযান চালিয়ে দের কেজি গাঁজা সহ একজন গ্রেফতার শেরপুরে বাড়ীর সীমানা বিরোধের জেরে ভাংচুর লুটপাটসহ হামলা : আহত-৫ জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন দুপচাঁচিয়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সচেতন মহলের মানববন্ধন নওগাঁয় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’ এর অভিযানে আলাউদ্দিন আলা ও গায়েত্রী ঋৃষি নামে দুই জন মাদক ব্যবসায়ী আটক!!!!! নওগাঁ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ২০২৩ একই বিদ্যালয়ের ছাত্রীরা দুটি খেলায় ‘বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে!!!!

পদ্মা সেতু চালু হওয়াতে ঝালকাঠির কৃষিতে লেগেছে উন্নয়নের হাওয়া,কৃষকদের মুখে হাঁসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৭ বার পঠিত

 

মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:

পদ্মা সেতু উদ্বোধনের পর উন্মুক্ত হয়েছে ঝালকাঠির সঙ্গে সড়ক পথে রাজধানী ঢাকার যোগাযোগের সবকটি বাণিজ্যিক পথ। বিশেষ করে জেলার কৃষি খাতে ঘটতে শুরু করেছে বিপ্লব।এমনটাই স্বপ্ন দেখেছিলেন ঝালকাঠির সবজি চাষীরা।স্বপ্নের দ্বার উন্মোচিত হওয়ায় কৃষকরা পাচ্ছেন তাদের পণ্যের ন্যায্যমূল্য। তাই কৃষকের চোখে-মুখে এখন হাসির ঝিলিক।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ২০২১-২২ অর্থ বছরে বোরো ধানের উৎপাদন ৫১ হাজার ৮২৯.৪৫৮ মেট্রিক টন। শীতকালীন সবজি ৮ হাজার ৩৪৬ হেক্টর জমিতে ১ লাখ ৬০ হাজার ৬৬০.৫ মেট্রিক টন উৎপাদন হয়। ২০১৯-২০ অর্থ বছরের পরিসংখ্যানে দেখা যায় জেলায় দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য অর্থকরি ফল হিসেবে প্রায় ৮শ হেক্টর জমিতে প্রায় ৯ হাজার মেট্রিক টন আমড়া উৎপাদন হয়। পাশাপাশি প্রায় ৯শ হেক্টর জমিতে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেয়ারা উৎপাদন হয়।

এছাড়া ১ হাজার ১৫০ হেক্টর জমিতে ১০ হাজার ৩৫০ মেট্রিক টন নারিকেল উৎপাদন হয়। সরিষা ২২২.৭৫ মেট্রিক টন, গম ৪৭৮.৫ মেট্রিক টন, ৫ হাজার ৪ মেট্রিক টন ভুট্টা, ১২ হাজার ৮১২ মেট্রিক টন ডাল উৎপাদন হয় জেলায়। উৎপাদিত এসব সবজি, ধান ও রবি শষ্য স্থানীয় পর্যায়ে বিক্রির সুযোগ না থাকায় বাধ্য হয়ে পাইকারদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করতে হতো কৃষকদের। কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে এ সমস্যার সমাধান হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছে।

ঝালকাঠির সবজি সমৃদ্ধ এলাকা গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গাভা গ্রামের কৃষক মো. জালাল হোসেন, তেরআনা গ্রামের নূর আলম ও হোসেনপুর এলাকার কৃষক সুজন হাওলাদার জানান, বছরের বারো মাস কৃষির ওপর নির্ভরশীল তাদের জীবন জীবিকা। বিশেষ করে সবজির পাশাপাশি ধান আবাদও হয় প্রচুর। এসব সবজির মধ্যে কাঁচকলা, কাঁচামরিচ,মিষ্টি কুমড়া, নারিকেল, আমড়া, পেয়ারা উল্লেখযোগ্য।

সদর উপজেলার সবজি আবাদের ডিপো বলে পরিচিত নবগ্রাম ইউনিয়নের কৃষক হরিপদ, সনজীব হালদার, কৃর্ত্তিপাশা ইউনিয়নের কৃষক স্বপন দাস, শাহজাহান মোল্লা, সনজয় চক্রবর্তী ও বিনয়কাঠি ইউনিয়নের কৃষক জামাল খলিফা ও শাহআলম খলিফার কাছে প্রশ্ন ছিল পদ্মা সেতু চালু হলে আপনাদের জীবন যাত্রা ও জীবিকায় কি প্রভাব পরবে। জবাবে এরা জানালেন, ধান, পাট, গমের পাশাপাশি সবজি বিশেষ করে কাকরোল, ঢেঁড়স, আলু, শাক, লাউ, কচু, করোল্লা, পাতাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, লেবু ইত্যাদি তাদের এলাকার কৃষিজাত উৎপাদিত শষ্য।

ধান আবাদের চেয়ে সবজি আবাদ করে বেশি লাভবান হওয়ায় তারা অনেকেই এখন ক্রমান্বয়ে সবজি চাষে ঝুঁকে পড়ছেন। সেতুর কারণে পাইকারদের কাছে সবজির দাম বেশি পাচ্ছেন। কারণ এখন তাদের উৎপাদিত পণ্যের চাহিদা বেড়ে যাবে। আগে এ ইউনিয়নের উৎপাদিত কৃষিজাত মালামাল পার্শ্ববর্তী এলাকা ছাপিয়ে বরিশাল পর্যন্ত যেত। এখন ৩ ঘণ্টার ব্যবধানে তা ঢাকায় সরবরাহ করে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে। বিশেষ করে পাইকাররা কৃষকের কাছ থেকে এসব পণ্য দ্রুত কিনে ঢাকা সরবরাহ করতে পারবে। এতে করে এখন তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে পচনের চিন্তা করতে হবে না। দামও ভালো পাবার আশা কৃষকদের।

কাঠালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বশির জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সঙ্গে সঙ্গে আমরা স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য ঢাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত পণ্য সংগ্রহ করে কৃষকদের সমিতির মাধ্যমে ঢাকায় বিক্রি করা হবে। এতোদিন পদ্মা সেতু না হওয়ায় এটি সম্ভব ছিল না বলে জানালেন এই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম পদ্মা সেতুর সুফল বিষয়ে বলেন, এ সেতুর প্রভাবে ঝালকাঠিতে কৃষি বিপ্লবের বিস্ফোরণ ঘটবে। কৃষক ও কৃষির উন্নয়ন তরান্বিত হবে। এর ফলে দ্রুত কৃষকের উৎপাদিত পণ্য দেশের সব বাজারে পাঠানো সম্ভব হচ্ছে। ফেরির অপেক্ষায় কৃষি পণ্য নষ্ট ও সময় ক্ষেপন হবে না। কৃষকের নগদ ও ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। বাকিতে পাইকারের কাছে বিক্রি করতে হবে না। বিশেষ করে সবজি, আমড়া ও পেয়ারার বাজার তরান্বিত হয়েছে।

পদ্মা সেতু চালুর পর ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বিষখালী নদী তীরে গড়ে ওঠা পর্যটন এলাকা ছৈলারচর হতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্পট। এমনটাই মনে করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

একই সঙ্গে তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ঝালকাঠির ব্র্যান্ড পণ্য শীতলপাটি ও পেয়ারা চাষিদের এতো দিনের স্বপ্ন পূরণের দ্বার উন্মোচন হয়েছে পদ্মা সেতুর উদ্বোধনের মধ্য দিয়ে। কারণ বিশ্বের সব পর্যটকরা এখন সরাসরি ঢাকা বিমানবন্দরে নেমে ঝালকাঠি এসে ছৈলার চরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। একই সঙ্গে সরাসরি ন্যায্যমূল্যে বেশি করে কিনে নিতে পারবে ঝালকাঠি পাটিকরদের হাতে তৈরি শীতলপাটি। সেই সঙ্গে পদ্মা সেতুর প্রভাবে এ জেলায় ঘটে যাবে কৃষি বিপ্লব। সেতুর কারণে চাহিদা অনুযায়ী জেলার কৃষিপণ্য বিশেষ করে সবজি দ্রুত সময়ের মধ্যে ঢাকায় সরবরাহ করা সম্ভব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150