পিরোজপুর প্রতিনিধি
এইচ এম নাছির
পিরোজপুরের ইন্দুরকানীতে মাসুম নামে এক যুবকের কাছ থেকে বিশ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারের একটি দোকানের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আলী হোসেন হাওলাদার (৩০), সুব্রত বাওয়ালী (৪৫), জয়ন্ত বাওয়ালীকে (২৫) আটক করা হয়। পরে রাত ৯ টার দিকে পত্তাশী এলাকায় বসত ঘরের পিছন থেকে মোঃ মাসুম দফাদার (৩৫)’কে ৫০০ গ্রাম গাজ ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আলী হোসেন হাওলাদার উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আসলাম হাওলাদারের ছেলে, সুব্রত বাওয়ালী রেখাখালি গ্রামের দেব দুলাল এর ছেলে, জয়ন্ত বাওয়ালী একই গ্রামের কমল বাওয়ালীর ছেলে, মোঃ মাসুম দফাদার পত্তাশী গ্রামের আলী আকবরের ছেলে।
পিরোজপুর গোয়েন্দা শাখা (উত্তর) এর সাব ইন্সপেক্টর নুরুল আমিন জানান, পৃথক অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। ৩ জনকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ১ জনকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইন্দুরকানী থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।