সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ=
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহানী বাজারে নবান্ন উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে। মেলাটি শুরু হয়েছে গত রবিবার (১৯ নভেম্বর) মেলা চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। আজ সোমবার মেলা দ্বিতীয় দিন। মেলাটি সরজমিনে ঘুরে দেখা গেছে প্রতি বছরের ন্যায় এবার মেলাটি জাকজমক হয়ে উঠেছে। মেলাতে প্রধান স্থান পেয়েছে পুরনো ঐতিহ্য নাকোরদোলা, সেইসঙ্গে এবার নতুন রুপে স্হান পেয়েছে নৌকা নাগরদোলা ও বিভিন্ন রকমের মিষ্টান্ন দোকান ও হরেক রকমের চুরি খেলনার দোকান। মেলাতে কেনাকাটা করতে আশা নারী পুরুষদের মধ্যে দেখা গেছে নারীদের সংখ্যায় লক্ষ্যণীয়, এবং বিভিন্ন দোকানে লক্ষ্যণীয় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এর মধ্যে বিএনপি, ও জামায়াত এর ৪৮ ঘন্টা হরতাল চলছে, হরতালের ডাকে এই মেলায় কোন প্রভাব পড়েনি বরং হরতাল উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে লোক জন এ মেলাতে কেনাকাটা করতে এসেছে। তবে মেলাতে আসা লোকজনদের কাছ থেকে জানা যায় মেলাটি যদিও বা হাইওয়ে রোডের উপরে তার পরেও চতুরদিকে গ্রাম থাকায় মেলাটি জাকজমক হয়ে উঠেছে। তারা আরো জানান মেলাটি হাইওয়ে রোডের উপর হওয়ায় মেলাটিতে আসা নারী-পুরুষ ও শিশুদের নিয়ে সব সময় আতঙ্কের উপর থাকতে হয়, কারণ মেলাটি ঘিরে লোকজনের সমাগমে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বা রোড এক্সিডেন্ট ঘটতে পারে। মেলা কমিটির কাছ থেকে জানা গেছে, এ পর্যন্ত মেলায় কোনরকম অপ্রতিকর ঘটনা ঘটে নাই, এবং আমরা মেলা কমিটি অপ্রতিকর ঘটনা এড়াতে সব সময় সর্বদা প্রস্তুত আছি। কমিটি আরো জানান, শান্তি ও সুশৃংখলভাবে এ মেলা অনুষ্ঠিত হতে চলেছে আমরা আশা করছি বাকি সময়টুকু সুন্দরভাবে মেলাটি সু-সম্পন্ন হবে।