বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে প্রথমবারের মত শুরু কলেরার টিকা কার্যক্রমের চতুর্থ দিনে উপস্থিতির সংখ্যা বেড়েই চলছে বাবার বাড়ি বেড়াতে এনে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা নওগাঁ মহাপরিচালক আনসার ভিডিপির গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে বাইসাকেল ও সেলাই মেসিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!! বগুড়া পুলিশ হাসপাতালে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন মধুপুরে গলায় ফাঁস টানিয়ে এক যুবকের আত্মহত্যা দুপচাঁচিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উন্নয়ন সমাপনী মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় জমি-জমার বিরোধে মারপিটে এক জন আহত নওগাঁর মান্দায় স্থানীয় সরকার দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!! মাগুরা সাংবাদিক ফোরাম সভাপতি মিরাজ আহমেদ,সম্পাদক ওবায়দুর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক গেলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মাণ, ক্ষমতায়ন ও অধিকার সংরক্ষণ বিষয়ে সংলাপ বিধি নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মুল গেইটে তালা! নওগাঁর মহাদেবপুরে পোস্ট অফিস মোড়ে সিএনজিতে চড়ে মাঝরাস্তায় সোনার বিস্কুট দেখিয়ে পরে থাকা গহনা ছিনতাই নওগাঁ আন্তঃজেলা চার্জার ভ্যান চোর চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থান পুলিশ!!!! নওগাঁর বিভিন্ন উপজেলায় অস্থায়ী বেদে জনগোষ্ঠী মানবেতর জীবন-যাপন করছে দেখার কেউ নেই!! পটুয়াখালীতে কমলাপুরে চাদাবাজদের বিরুদ্ধে অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন সরিষাবাড়ীতে টিউবয়েলের পানি খেয়ে ২১ শিক্ষার্থী অসুস্থ জামালপুরে হাবিবা হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ রাঙ্গাবালীতে স্থানীয় সরকার দিবস পালন ও উন্নয়ন মেলা শেখ হাসিনা’র উন্নয়নের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে : শাহজাহান খান

বাংলাদেশি তরুণের তৈরি করোনা অ্যাপসের বিশ্ব জয়

নাহিদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬৩৬ বার পঠিত

Cinn:মহামারি করোনা একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে। সারা বিশ্বের মানুষ করোনা বিষয়ক তথ্য পেতে নানা মাধ্যমে চেষ্টা করছে। টেলিভিশন, পত্রিকা, অনলাইন এমনকি স্যোশালমিডিয়ায় চোখ রাখছে অগণিত মানুষ। বিশ্বব্যাপী এই মহামারির খবর এক ক্লিকেই পেতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র নাভিদ মামুন তৈরি করেছে একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে প্রতি দুই মিনিট পর পুরো পৃথিবীর করোনা পরিস্থিতির আপডেট তথ্য পাওয়া যাবে।

বর্তমানে অ্যাপটি ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। সংবাদ সংগ্রহে ইলেকট্রনিক মিডিয়া এই অ্যাপ কাজে লাগাচ্ছে। বাংলাদেশি ছাত্রের এমন আবিষ্কারে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রচার করছে।

বর্তমানে অ্যাপটি ফেসবুক-টুইটারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যাপের ব্যবহার খুবই সহজ। স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে আপডেট চলে আসে। তবে এর তথ্য সংগ্রহে ওয়ার্ল্ডমিটারের সহযোগিতা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নাভিদ মামুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। তার দাদা প্রয়াত ভাষা সৈনিক আবদুস সামাদ। নাভিদের বাবা ওবায়দুল্লাহ মামুন লেখক ও আলোকচিত্রী। তারা নিউ ইয়র্কে থাকেন। নাভিদ কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। নতুন এই অ্যাপটি তৈরিতে তাকে সহযোগিতা করেন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্পেন বংশোদ্ভূত গ্যাব্রিয়েল রাসকিন।

নাভিদের মা নাজনীন বলেন, ‘মানুষকে সচেতন করার জন্যই নাভিদ এই কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের অংশ হিসেবেই কাজটি করা। অ্যাপটি এখন সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার প্রচার করছে।’

এদিকে বাংলাদেশেও করোনা নিয়ে একটি অ্যাপ তৈরি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী আহমেদ কাওছার। ‘টুমোরোস ওয়ার্ল্ড (কোভিড-১৯)’ নামে নতুন এই ওয়েব সফটওয়্যার করোনাভাইরাস থেকে নিজেদেরকে আগাম সতর্ক করবে।

এ বিষয়ে আহমেদ কাওছার  বলেন, আমাদের কাজটি হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। এখন করোনা ভাইরাস এত দ্রুত হারে বাড়ছে যে, এর ভবিষ্যত কি হবে কেউ বুঝতেছে না। তাই কয়েকদিন ধরে আমরা ভাবছিলাম সেটির সঠিক রেটটা কিভাবে বের করব। শুরু হলো আমাদের গবেষণা। একে একে অর্ডিনারি মেশিং লার্নিং, ডিপ লার্নিং, স্ট্যাটিস্টিক্যাল এলগোরিদম ব্যর্থ হওয়ার পর একটি নিউ এলগোরিদমের কথা চিন্তা করলাম। যেই চিন্তা সেই কাজ। প্রোপোজড করে ফেললাম একটি নতুন নন-প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল এন্ড অনলাইন মেশিং লার্নিং এলগোরিদম। যার নাম দিলাম “লার্নিং ফর টুমোরো”। এই এলগোরিদম নিয়ে সামনে আরও কাজ করা হবে ইনশাল্লাহ।

আহমেদ কাওছার আরও বলেন, আমাদের এলগোরিদমটি মূলত যে কাজটি করবে তা হচ্ছে- আগামী ৭-১০ দিন পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কতো হতে পারে, কয়জন মানুষ মারা যেতে পারে, আর কয়জন সুস্থ হতে পারে- এগুলোর ধারনা দিবে। যাতে আমরা সবাই ৭-১০ দিন আগে থেকে সচেতন হতে পারি, আর ভবিষ্যতের জন্য করণীয়গুলো ঠিক করে নিতে পারি। তখন আমরা করনোর বিরুদ্ধে লড়ায় করতেও সক্ষম হবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150