জয়পুরহাট থেকে সন্ধ্যা তপ্ন।
জয়পুরহাট জেলার সদর উপজেলায় ভাদসা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৭ নং পুনর্গঠিত হরিপুর পল্লী সমাজে পুরুষ দলের ২০ জন সদস্যদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
উক্ত প্রশিক্ষণের লক্ষ্য,উদ্দেশ্য ও নীতিমালা, সামাজিকীকরন,জেন্ডার বৈষম্য,সমতা,সাম্য, শ্রমবিভাজন,ক্ষমতা,ও মর্যাদা।
এছাড়াও প্রচলিত পুরুষালী আচরণ ও ইতিবাচক পুরুষালী আচরণর,ইতিবাচক পুরুষালী আচরণের মাধ্যমে সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ গড়ে তোলা,আমাদের করণীয় ও প্রতিফলন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন মোঃ আক্কাস আলী(লিগ্যাল প্রটেকশন)।
সার্বিক সহযোগিতায় সেলপ কর্মী সন্ধ্যা ও মুর্শিদা খাতুন।