ওবায়দুর রহমান মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরায় আওয়ামিলীগ বিএনপি সংঘর্ষ ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২ টায় শহরের চৌরঙ্গীর মোড়ে এ ঘটনা ঘটে।বিএনপি নেতারা জানিয়েছেন, বুধবার সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা উপলক্ষে শহরের ইসলামপুর পাড়া দলীয় কার্যালয়ে এক সমাবেশের আয়োজন করা হয়,সমাবেশে যোগ দেওয়ার জন্য একটি মিছিল নতুন বাজার থেকে চৌরঙ্গীর মোড়ে পৌছালে ছাত্রলীগের কর্মীরা তাদের মিছিলে উপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়,মুহুর্তের মধ্যে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে,এ সময় অবৈধ অগ্নি অস্ত্র ব্যবহার নিয়ে পরস্পর পরস্পরকে দায়ী করছে।পুলিশের কঠোর হস্তক্ষেপে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় যুবদলের বিল্লাল,বিএম পলাশ,শরিফুল,মাহাবুরসহ উভয় প।ক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানাগেছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, সেচ্ছাসেবক দলের মিছিল থেকে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করার কারনে এই সংঘর্ষ। এ বিষয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কলিমুল্লাহ বলেন,অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই, এরকম কোন তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।