মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা জেলা সাংবাদিক ফোরাম (মাসাফো-২০২৩-২৫) সভাপতি পদে দৈনিক আমার সংবাদ,the daily voice of Asia মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মিরাজ আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ওবায়দুর রহমান দৈনিক দেশের পত্র এ নির্বাচিত হয়েছেন।
আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা পৌরসভার মেয়র কক্ষে মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন সিনিয়র রিপোর্টার এস আর হান্নান। সুজন মাহমুদ দৈনিক শ্যাম বাজার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক।
সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের কাগজ মহসিন মোল্লা। অর্থ সম্পাদক পদে দৈনিক শ্যাম বাজারের রিপোর্টার আলী হাসান। প্রচার সম্পাদক,জুয়েল রানা দৈনিক ভোরের চেতনা। ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক,মাজেদুল ইসলাম দৈনিক গণমুক্তি। সমাজকল্যাণ সম্পাদক,ইমরান হোসেন দৈনিক কলমের কথা। মহিলা বিষয়ক সম্পাদক, মিস্টি মনি বর্ষা। দপ্তর সম্পাদক পদে শাহিনুর রহমান হিটু দৈনিক গন জাগরণ।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন,
হাবিবুর রহমান মহব্বত,সম্পাদক ও প্রকাশক পথের খবর। মিজানুর রহমান,সম্পাদক ও প্রকাশক
দৈনিক সিকিউরিটি বার্তা।দেলোয়ার হোসেন,চ্যানেল জি বাংলা। স্বাধীন হোসেন চ্যানেল টুয়েন্টিফোর। মোঃ রাজিব হোসেন শ্যামল কুমার বিশ্বাস দৈনিক বিশ্ব। রাব্বি হোসেন,দৈনিক পর্যবেক্ষণ। সাজ্জাদ হোসেন দৈনিক ডেসটিনি। মোঃ ইন্নাচ হোসেন,শ্যাম বাজার লিবিয়া প্রতিনিধি। রমজান শিকদার ক্রাইম ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্ক।
শাকিব খান দৈনিক বাংলাদেশের সময়। সাজ্জাদ হোসেন মাগুরা নিউজ টিভি। ইমরান হোসেন,’মাগুরা দৈনিক মাগুরা’। এস এম সুমন দৈনিক দেশ প্রতিনিধি।
ভোট ও আলোচনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করে,সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া ও সাংবাদিক ফোরামের গঠনতন্ত্র তুলে দেন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মাগুরা পৌরসভার সুযোগ্য মেয়র জননেতা জনাব খুরশিদ হায়দার টুটুল।