প্রাচীন মিসর শহর আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে বিস্ময়ের খনি। এবার সেখানকার মাটি খুঁড়ে পাওয়া গেছে বিপুল পরিমাণ মদের ভা-ার। আজ থেকে হাজার হাজার বছর আগে মদ এভাবে তৈরি করে জমিয়ে রাখা হতো। প্রত্নতাত্ত্বিকদের দাবি, এটিই পৃথিবীর সবচেয়ে প্রাচীন মদ তৈরির কারখানা, যা আজ থেকে পাঁচ হাজার বছর আগে মিসরের রাজা নার্মারের রাজত্বকালে সংরক্ষিত হয়েছিল।
সব মিলিয়ে আটটি বড় বিশেষ পাত্রে ওই মদ রাখা ছিল। একেকটি বিশেষ পাত্রে ৪০টি করে মদ রাখার পাত্র ছিল। যুক্তরাষ্ট্র ও ইজিপ্টের যৌথ উদ্যোগে দেশটির অ্যাবিডোসে এলাকায় ওই খনন কাজ চালানো হচ্ছিল।
খনন কাজের প্রধান নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু অ্যাডামস জানান, সম্ভবত এখানে মদ তৈরি করা হতো মিসরের রাজ পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহারের জন্য।
গত ১৩ ফেব্রুয়ারি ইজিপ্টের পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আবিষ্কারের সম্পর্কে জানানো হয়।