বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে একদিনেই ড্রাাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহন কর্মসূচীর উদ্বোধন ডাবলু সরকারকে দল থেকে অব্যাহতি দিতে কেন্দ্রে আবেদন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৩ জন, মিলেছে নাম পরিচয় আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারে ২৬ মার্চ উপলক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারে ২৬ মার্চ উপলক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে বাজার তদারকি অভিযান, তিন প্রতিষ্ঠানকে পুঠিয়ায় মুরগী ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক পাঁচ পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেলেন রাসিক মেয়র দুপচাঁচিয়ায় উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড মধুপুরে যুবককে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে দুর্বৃত্তরা একজন কোরানের হাফিজ সাহেব আবশ্যক কোতোয়ালি থানা পরিদর্শনে বুক কর্ণার,মটরসাইকেল শেড উদ্বোধন করলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা চট্রগ্রামে পুলিশ সদস্যদের জন্য এভারকেয়ারের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত পবায় চলছে পুকুর খনন সংবাদ সংগ্রহে লাঞ্ছিত সাংবাদিক দুর্গাপুরে আ.লীগের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, পুলিশের লাঠি চার্জ, আতহ ১০ “””হরিপুরে টিসিবির পণ্য বিক্রয়ে অনিয়ম অতিরিক্ত অর্থ আদায় সাংবাদিক কে হুমকি””” বিদ্যানন্দের সুপারশপে ৩ টাকায় তেল ডাল চিনি ৬ টাকায় মুরগি ৫টাকায় মাছ রাজশাহীসহ দুই বিভাগে বৃহস্পতি থেকে শনি শক্তিশালী কালবৈশাখীর আশঙ্কা

সৈয়দপুরে প্রতারনার ফাঁদ পেতে বিক্রি হচ্ছে রঙ্গিন মুরগী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৭ বার পঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি:  নীলফামারীর সৈয়দপুরে কৌশল অবলম্বন করে প্রতারনার নতুন ফাঁদ ফেলে একটি চক্র শহর ও গ্রামগঞ্জের হাট-বাজারে দেদারসে বিক্রি করছে কৃত্রিম রং করা মুরগির বাচ্চা। বাহারি রঙের এই মুরগির বাচ্চা দেখেই পছন্দ করে ঝটপট যারা কিনেছেন তারা হচ্ছেন প্রতারিত। অন্যদিকে মুরগির স্বাস্থ্যগত হুমকির পাশাপাশি ব্যাপকহারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।
সরেজমিনে শহরের রেলওয়ে কারখানা গেটবাজার, ঢেলাপীড় হাট, সাহেবপাড়া রেলওয়ে হাসপাতাল মোড় এলাকায় গিয়ে দেখা যায় পোল্ট্রি মুরগির বাচ্চা লাল, গোলাপী, হলুদ, সবুজসহ বিভিন্ন রং করে বিদেশি উন্নত জাতের বাচ্চা বলে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। পছন্দ হওয়ায় অনেকে বেশি দামেই কিনছেন বাচ্চাগুলো।
সংশ্লিষ্টরা জানায়, ছোট-ছোট লাল নীল ও সবুজের বাহারি রঙের এই মুরগির বাচ্চা আসলে মুরগির নতুন কোনো জাত নয়। সাধারণ লেয়ার জাতেরই মুরগি। বিশেষ কায়দায় রং করা হয়েছে। দেখে আকর্ষণীয় মনে হওয়ায় কিনে নিচ্ছেন ক্রেতা। বিশেষ করে বাসায় শিশুদের জন্য কিনছেন তারা। সাধারণ লেয়ার জাতের সাদা মুরগির বাচ্চা বিভিন্ন রঙ করা হচ্ছে। এর রঙ সর্বোচ্চ এক মাস পর্যন্ত থাকে।
সাধারণ মুরগির বাচ্চা প্রতিটি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও রঙ করা মুরগির বাচ্চা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় রঙ করা মুরগির বাচ্চা বিক্র করছে। সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে এই পোল্ট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হচ্ছে।
সাহেবপাড়া রেলওয়ে হাসপাতাল মোড়ে রঙিন মুরগির বাচ্চা বিক্রেতা আজিজার রহমান জানান, তিনি প্রায় ৬ মাস হয় রঙিন মুরগির বাচ্চা বিক্রি করছেন। বাচ্চাগুলো চট্টগ্রাম থেকে কিনে এনে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। বাহারি রঙের মুরগির বাচ্চাগুলো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সৌখিন ব্যক্তি ও শিশুরা খুব পছন্দ করে। বিক্রি করতে বেগ পেতে হয় না। গড়ে প্রতিদিন ৩ শ থেকে সাড়ে ৩ শ বাচ্চা বিক্রি করা যায়। শহরের মিস্ত্রিপাড়ার জিতু খাতুন বলেন, এ রকম মুরগির বাচ্চা আগে কখনো দেখিনি। সত্যি এই বাচ্চাগুলোকে অদ্ভুত লাগছে। বেশ নাদুস-নুদুস। পছন্দ হওয়ায় আমার ছোট ছেলের জন্য প্রতিটি ৭০ টাকা করে ছয়টি বাচ্চা কিনেছি। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের আরিফুল ইসলাম প্রতিটি ৮০ টাকা দরে ৩টি বাচ্চা কিনেছেন। তিনি বলেন, বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর। বিক্রেতা বললেন, বিদেশি নতুন জাতের তাই ৩টি বাচ্চা ক্রয় করেছি।
সৈয়দপুর সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মতিউর রহমান জানান, বর্তমান বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। অথচ কোন রকম স্বাস্থ্যগত পরীক্ষা ছাড়ায় বাজারে বিক্রি করা হচ্ছে রঙ্গীন মুরগীর বাচ্চাগুলো। আবার রং করতে গিয়ে ক্যামিকাল ব্যবহার করা হলে মৃত্যু হতে পারে মুরগি বাচ্চাগুলোর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রাশেদুল হক জানান , যদি কেউ রং করে মুরগীর বাচ্চা বিক্রি করে থাকে তবে এটা প্রতারণার শামিল। দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150