মোঃ সামিউল হক সায়িম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
জয়পুরহাট জেলাধীন ক্ষেতলাল উপজেলায় অবস্থিত সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের ৪ জন শিক্ষক মাহমুদ আল রাজী (বাংলা বিভাগের বিভাগীয় প্রধান), মোঃ মোবারক হোসেন (ইংরেজি বিভাগের প্রভাষক), মোঃ মোনোয়ার হোসেন (আইসিটি বিভাগের প্রভাষক) এবং মোঃ মোত্তাসসিম বিল্লাহ (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক) এর রয়েছে একটি স্টাডি পয়েন্ট কোচিং সেন্টার। কোচিং সেন্টারটি ক্ষেতলাল থানার পশ্চিম পাশে ফাহমিদা ভিলায় অবস্থিত। স্টাডি পয়েন্ট কোচিং সেন্টারে শিক্ষকগণ বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের যত্ন সহকারে পড়িয়ে থাকেন।
শিক্ষকগণ শিক্ষার্থীদের কঠিন বিষয়গুলো অতি সহজে উপস্থাপনের মাধ্যমে বুঝিয়ে থাকেন, তাঁরা কতটুকু শিক্ষার্থীদের বোঝাতে ও শিখাতে সক্ষম হলেন, তা বোঝার জন্য তাঁরা মূল্যায়ন পরীক্ষা নির্দিষ্ট সময় পরপর নিয়ে থাকেন এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের পুরস্কৃত করে থাকেন এবং যারা পরীক্ষায় খারাপ করেন, তাদের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পড়াশোনায় ফিরিয়ে আনেন।
তারই ধারাবাহিকতায় কোচিং সেন্টারটিতে ১২ নভেম্বর, রবিবার সকালে বাংলা বিষয়ের উপর একটি পরীক্ষা নেন মাহমুদ আল রাজী । তাতে অংশগ্রহণ করেন কোচিং এ পড়া প্রায় সকল শিক্ষার্থী। তাদের মধ্যে বাংলা পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান মোট ১০ জন। তাঁরা হলেন মোঃ সামিউল হক সায়িম, মাসুদ রানা, মোঃ নাছিম, প্রিয়া, লুমা, বিন্তি, মার্জিয়া শাম্মি, ফারিহা, বুশরা এবং গোলাপী। সর্বোচ্চ নম্বর পাওয়ায় তাদেরকে পুরস্কার হিসেবে একটি করে সুন্দর কলম প্রদান করেন মাহমুদ আল রাজী (বাংলা বিভাগের বিভাগীয় প্রধান, সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ)।