বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে মিথ্যা অপপ্রচা‌রের প্রতিবা‌দে এক সংবাদ স‌ম্মেলন অনুষ্ঠিত হয়েছে নওগাঁর রাণীনগরে তীব্র গরমে এমপি সুমনের নির্দেশে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয় নওগাঁয় একুশে পরিষদের উদ্যোগে ১৯৭১ সালে অসহায় শরণার্থীদের দুর্ভোগ রোট টু বালুঘাট কালাই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস “””””””রসায়নবিদ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ স্বনামধন্যা সুরসম্রাজ্ঞী অন্নপূর্ণা দেবীর জন্মদিন আজ মধুপুরে তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট স্থগিত ঘোষণা নওগাঁর মহাদেবপুরে পূর্বের শত্রুতার জের ধরে প্রতিবেশীর হামলায় স্বামী ও স্ত্রীসহ ৪ জন আহত নওগাঁয় স্ত্রীহত্যার মামলায় স্বামী সালাউদ্দিনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত নওগাঁ আসিফ মেহেনাজ নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তীব্র দাবদাহে সারাদেশের মতো অতিষ্ঠ হয়ে উঠেছে নওগাঁর জনজীবন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও সর্দিজনিত রোগী। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক যুবকের কারাদন্ড দুপচাঁচিয়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার চাটরা স্টুডেন্টস ফোরাম আলোকিত মানুষ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বার্ষিক কুইজ বিজয়ী ও উত্তীর্ণদের পুরস্কার বিতরণ সচেতন বার্তা প্রদানে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা — মনোহরদীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-০২ ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠি হাতীবান্ধায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টা আটক গ্রাম পুলিশকে জেলহাজতে প্রেরন

বিড়ালের জন্য ভালোবাসা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৮ বার পঠিত

বিড়ালের জন্য ভালোবাসা

কবির আহম্মেদ,খুলনা প্রতিনিধি:

আয়েশি ভঙ্গিতে পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে বিড়ালগুলো। বিড়ালগুলোর মুখে খাবার তুলে দিতে পারাতে ভীষণ তৃপ্ত ফরিদা হাসনাও। খুলনা নগরের বয়রা বাজার মোড় এলাকায় এই দৃশ্যে এখন রোজকার। দৃশ্য দেখে অভ্যস্ত আশপাশের মানুষও।

বিড়ালের জন্য প্রতিদিনই সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নানা পদের খাবার নিয়ে হাজির হন ফরিদা। তাঁর জন্য যেন অপেক্ষায় থাকে আশপাশে থাকা বিড়ালগুলোও। এরপর পরম মমতায় তাদের মুখে খাবার তুলে দেন ফরিদা।

পঞ্চাশোর্ধ্ব এই নারীর বিড়ালের প্রতি ভালোবাসাটা ছোটবেলা থেকে। খুলনা সরকারি মহিলা কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক এবং সরকারি ব্রজলাল কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি পেশা হিসেবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন। নানা কারণে চাকরির পাট চুকিয়ে এখন পুরোদস্তুর গৃহিণী। থাকেন মুজগুন্নী আবাসিক এলাকার ২ নম্বর রোডের একটি ভাড়া বাড়িতে।

ফরিদা সকালে রান্না করে বিড়ালদের জন্য নিজে খাবার নিয়ে আসেন। ভাতের পাশাপাশি খাবারের মেন্যুতে থাকে কখনো মাছ, কখনো মাংস, আবার কখনো মজাদার অন্যান্য খাবার। সব মিলিয়ে বর্তমানে আটটি বিড়ালকে প্রতিদিন খাওয়াচ্ছেন ফরিদা। তিনি ও তাঁর মেয়ে ফারিহা বিড়ালগুলোকে কালুয়া, অজানা, পুসি, সাদা, মিনু, টুনু—এ রকম নানা নামে ডাকেন।

যেসব বিড়ালকে ফরিদা খাওয়ান, সেগুলোর মধ্যে তাঁর নিজের একটি বিড়ালও আছে। একদিন বাসা থেকে বিড়ালটি বের হয়ে চলে যায়। পরে তাকে বয়রা বন বিভাগের একটি ভবনের কাছে পাওয়া যায়। তবে বাড়ির মালিকের অপছন্দের কারণে বিড়ালটিকে বাসায় রাখতে পারেননি। এর পর থেকে সেখানেই নিয়মিত খাবার দিতেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিড়ালের সংখ্যা বেড়েছে।

ফরিদা হাসনা বলেন, ‘আমার দুই সন্তান। ছেলে যুক্তরাজ্যে পড়াশোনা করে আর মেয়েটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। আমার সন্তানদের মতো করেই বিড়ালগুলোকে ভালোবাসি। ছেলেও বাসায় বিড়াল পুষত। মেয়েটাও বিড়ালদের এই খাওয়ানোর কাজে সহায়তা করে। আমরা যে বিড়ালগুলোকে খাওয়াই, সেগুলোর কয়েকটা বন বিভাগের একটি প্রকল্প ভবনের সিঁড়ির আশপাশে থাকে। আবার কয়েকটা বিভিন্ন চায়ের দোকানে থাকে। ওদের নিজেদের মধ্যেও একটা ভাব-ভালোবাসা আছে।’

ফরিদা আরো জানালেন, সব বিড়ালেরই খাবার দরকার, যত্ন আর ভালোবাসা দরকার। তাঁর বিড়ালকে কেন্দ্র করে সবকটি বিড়াল খেতে পারছে। এটা দেখে তাঁর খুব ভালো লাগে। ‘ওদের জন্য মায়া জন্মে গেছে। ওরাও আমাদের চিনতে পারে, বুঝতে পারে ভালোবাসলে, ভালোবাসা তো ফেরত পাওয়াই যায়’, বললেন ফরিদা।

স্থানীয় খুলনা পাবলিক কলেজের চারুকলার সহকারী অধ্যাপক পলাশ উদ্দীন খলিফা বলেন, ছয়-সাত মাস ধরে তিনি দেখছেন, ফরিদা বিড়ালগুলোকে খাওয়াচ্ছেন। সন্ধ্যার দিকে তাঁর মেয়ে বিড়ালগুলোকে খাওয়ায়। দেখে খুব ভালো লাগে। প্রাণীর প্রতি তাঁদের যে এই ভালোবাসার অনুভব, তা সত্যিই প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150