দেশে চলমান করোনাভাইরাসের মহামারির কারণে আগামী বছরের তথা ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাঙালির প্রাণের এ মেলা অনলাইনে অনুষ্ঠিত হবে
বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে বৃহস্পতিবার আগামী অমর একুশে গ্রন্থমেলা নিয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেন৷
বৃহস্পতিবারের সভার সিদ্ধান্তের বরাত দিয়ে শুক্রবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীও বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ভার্চুয়াল মেলা আয়োজনের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি
এর আগে চলতি বছর যখন বিশ্বের অন্যান্য দেশে করোনার সংক্রমণ চলছিল, তার মধ্যেই গ্রন্থমেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এর পর মার্চেই দেশে করোনার সংক্রমণ ধরা পড়ে।
বাংলা একাডেমির তথ্যমতে, অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল এবং নতুন বই প্রকাশ হয়েছিল ৪ হাজার ৯১৯টি। এর মধ্যে বাংলা একাডেমির নতুন বই ছিল ৪১টি। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি অংশ মিলিয়ে মোট স্টল ছিল ৫৬০টি।