ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালোড়ায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ টিউবওয়েল বিতরণ বগুড়ার কাহালুতে মারপিটে তিনজন গুরুতর আহত ৭ দফা সুপারিশ, অনলাইন পোর্টাল নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের নওগাঁর পত্নীতলায় পৃথক অভিযান চালিয়ে ১১৯ কেজি গাঁজাসহ ছয় জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালাইয়ে পুনটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে মহিলা জামায়াতের দাবি, ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে জাতিসংঘের সদস্যপদ বাতিল করার ৫ লাখ ৩০ হাজার অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প নওগাঁয় কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা নওগাঁয় শিলামুনি ও বিগবাজার গার্মেন্টসকে প্রতারণার দায়ে ১ লক্ষ্য টাকা জরিমানা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান- শিবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পরিস্থিতি স্বাভাবিকীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুংকার দেওয়ার চেষ্টা করছে। তারা গোপনে থেকে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। তারা টার্গেট কিলিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিবাদদের দ্রুত চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। এসময় মানববন্ধনে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক সৈয়দ সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত দুই-তিন মাস যাবত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে সরকারের যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, আইনশৃঙ্খলায় নিয়োজিত যেসকল বাহিনী রয়েছে, তাদেরকে আরও সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দুই মাসে ৩৩৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। প্রায় ৭৯৭টি ছিনতাই এবং ১০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা, সেক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং ঢিলেঢালাভাব আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। আমরা সরকারের বলছি, আপনারা অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শিবিরের এই সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি এলাকায় নিজ উদ্যোগে একেকটি কমিউনিটি গড়ে তুলুন।

সামাজিকভাবে ছিনতাইকারী, চাঁদাবাজ, ধর্ষকদের প্রতিহত করতে হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যেভাবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, সেভাবে সবাই একত্র হয়ে আবার যদি তীব্র আন্দোলন করতে পারি, তাহলে চিন্তায়কারী, চাঁদাবাজ, ধর্ষকরা পালানোর জায়গা পাবে না। দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুংকার দেয়ার চেষ্টা করছে। তারা গোপনে থেকে মিছিল মিটিং করার চেষ্টা করছে। তারা টার্গেট কিলিং করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিবাদদের অতিদ্রুত চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল। গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের গ্রেফতারের পরে ছেড়ে দেয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৭২৩ জন ফ্যাসিবাদের দোসরকে আদালত কর্তৃক জামিন দেয়া হয়েছে। আমরা এ ব্যাপারে শঙ্কিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান- শিবির

আপডেট সময় : ১১:৪৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

ডেস্ক রিপোর্ট: সম্প্রতি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পরিস্থিতি স্বাভাবিকীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুংকার দেওয়ার চেষ্টা করছে। তারা গোপনে থেকে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। তারা টার্গেট কিলিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিবাদদের দ্রুত চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। এসময় মানববন্ধনে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক সৈয়দ সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত দুই-তিন মাস যাবত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে সরকারের যে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে, আইনশৃঙ্খলায় নিয়োজিত যেসকল বাহিনী রয়েছে, তাদেরকে আরও সক্রিয় হয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দুই মাসে ৩৩৬টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। প্রায় ৭৯৭টি ছিনতাই এবং ১০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবোত্তর যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা, সেক্ষেত্রে যথেষ্ট অনমনীয় এবং ঢিলেঢালাভাব আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি। আমরা সরকারের বলছি, আপনারা অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শিবিরের এই সেক্রেটারি জেনারেল বলেন, প্রতিটি এলাকায় নিজ উদ্যোগে একেকটি কমিউনিটি গড়ে তুলুন।

সামাজিকভাবে ছিনতাইকারী, চাঁদাবাজ, ধর্ষকদের প্রতিহত করতে হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যেভাবে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, সেভাবে সবাই একত্র হয়ে আবার যদি তীব্র আন্দোলন করতে পারি, তাহলে চিন্তায়কারী, চাঁদাবাজ, ধর্ষকরা পালানোর জায়গা পাবে না। দেশ আমাদের। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা বিভিন্নভাবে হুংকার দেয়ার চেষ্টা করছে। তারা গোপনে থেকে মিছিল মিটিং করার চেষ্টা করছে। তারা টার্গেট কিলিং করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিবাদদের অতিদ্রুত চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছিল। গণহত্যার সাথে যারা জড়িত ছিল, তাদের গ্রেফতারের পরে ছেড়ে দেয়া হচ্ছে। গতকাল পর্যন্ত ৭২৩ জন ফ্যাসিবাদের দোসরকে আদালত কর্তৃক জামিন দেয়া হয়েছে। আমরা এ ব্যাপারে শঙ্কিত।