এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।
আদিতমারী থানা এলাকায় গত ০২/০৯/২০২৩ খ্রিঃ তারিখ আদিতমারী থানা পুলিশ রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে-১। পারিডিং ০১/১৫ সংক্রান্তে ০৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হাবিবুর রহমান, পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- বড় কমলাবাড়ী (দোলাপাড়া), ২। জিআর- ১৪৯/২০ সংক্রান্তে আসামী মোঃ নুর আলম, পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- বড় কমলাবাড়ী (কবিনাথের মিল), ৩। জিআর-১৭১/২০ সংক্রান্তে আসামী মোঃ সোলেমান, পিতা- মৃত সেকেন্দার আলী, সাং- নামুড়ী চন্দ্রপুর, আদিতমারী থানার মামলা নং- ০১, তাং-০২/০৯/২৩ খ্রিঃ সংক্রান্তে আসামী ৪। মুছা আলী, পিতা- আবুল কাশেম, সাং- সরল খা, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদেরকে গ্রেফতার করতঃ অদ্য ০৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকারী অফিসার- এসআই/ মতিউর রহমান, এসআই/ জয়েন উদ্দিন, এসআই/ হামিদুল ইসলাম, এসআই/ আনোয়ার হোসেন, এএসআই/শাহাদুল ইসলাম, এএসআই/ বিজয় কুমার ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।