রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ তিলকপুরে রিংকু নামে যুবতীর মৃত্যুর রহস্য উদঘাটন অতঃপর পিতা ও পুত্র আটক নওগাঁয় এক কিশোরীকে অপহরণ অতঃপর ভিকটিম উদ্ধারসহ মুরাদ আটক নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক নারীসহ ১৩ জন আটক গুইমারায় ১৫ লাখ টাকার ভারতীয় ঔষুধ ও ২০ লক্ষ টাকার গাড়ি সহ আটক ২ ভাঙ্গা উপজেলায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেরপুরের নালিতাবাড়ীতে লক্ষাধিক টাকার ভারতীয় মদ সহ গ্রেপ্তার-১ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১  আচরণবিধি লঙ্ঘনের কারণে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলাম মধুপুরে আবারও পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ টাকা নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল করেছেন শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির পরিচিত অনুষ্ঠান জয়পুরহাটের কালাইয়ে দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধকে হত্যা বগুড়া-০৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক নয়ন রায় মাসদাইরে বিদ্যালয়ের সামনে রমরমা মাদক ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থীরা জামালপুর-৪ আসনের দলীয় নৌকার প্রার্থী হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কাহালুতে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজের মনোনয়ন পত্র দাখিল নওগাঁ সদর গোস্ত হাটির মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪ মাংস ব্যবসায়ীকে জরিমানা নওগাঁয় বিএনপির ৫৭ জন নেতাকর্মীকে জামিন দিলেন বিজ্ঞআদালত বগুড়ায় সাতটি আসনে ৮৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল! ৪৮ নওগাঁ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কৌতুক অভিনেতা চিকন আলী

আপনার ত্বক রাখুন টম্যাটোর পরিচর্যায়

নাহিদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০
  • ৬১৩ বার পঠিত

টোম্যটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টএবং ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ত্বকের নানা সমস্যার সমাধানও করে। ত্বক পরিচর্যায় টোম্যটোও হয়ে উঠতে পারে অন্যতম উপাদান।

কী কী ভাবে টোম্যটো আপনার ত্বকের উপকার করতে পারে রইল তারই হদিশ।

মুখের তৈলাক্ত ভাব কাটায়: টোম্যটোর রসে আছে অ্যাস্ট্রিনজেন্ট যা মুখের অতিরিক্ত তেলাভাব কাটিয়ে ত্বক উজ্জ্বল করতে সক্ষম। এর ফলে ব্রণ , ব্ল্যাকহেডস , হোয়াইটহেডসের মতো সমস্যাগুলোও দূরে থাকে। তা ছাড়া ত্বকের রন্ধ্রগুলোও সংকুচিত করে টোম্যটোর রস। যার ফলে বাইরের ধুলোবালি সহজে ত্বকের ভিতরে প্রবেশ করতে পারে না। এক টুকরো টোম্যটো নিয়ে সারা মুখে ঘষে তার রসটা লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ট্যান সারাতে সক্ষম:  এখন কমবেশি সকলকেই রোদে বেরোতে হয়। যার ফলে মুখে কালো দাগ হয়ে যায়। জাকে আমরা বলি সানবার্ন বা ট্যান। টোম্যটোর একটি ঘরোয়া প্যাকে উধাও হয়ে যাবে এই ট্যান। টমেটো থেঁতো করে তাতে এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তারপর এই প্যাক মুখ এবং শরীরের অন্যান্য ট্যান পড়া অংশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারে দূর হবে ট্যান।

ত্বক উজ্জ্বল করে: যত্নের অভাবে ত্বক বিবর্ণ হয়ে যাচ্ছে? টোম্যটোর এই প্যাকে বাড়বে আপনার ত্বকের উজ্জ্বল ভাব। একটি টোম্যটোর শাঁস বের করে বাটিতে নিন। তাতে দু’চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ পুদিনা পাতা বাটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এই প্যাক সারা মুখে লাগিয়ে শুকনো হওয়া অবধি রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে কয়েক সপ্তাহ এই প্যাক লাগালেই ফিরবে ত্বকের উজ্জ্বল রং। ত্বক হবে সতেজ এবং টান।

ত্বকে জমা মৃত কোষ সরাতে সক্ষম: টোম্যটো ত্বকের উপরে জমে যাওয়া মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে। দু’টি খোসা সমেত পাতিলেবু, দু’কিউব বরফ , ২০টি পুদিনা পাতা আর দু’টি টোম্যটো ব্লেন্ডারে দিয়ে বেটে একটা প্যাক তৈরি করে নিন। এ বার তাতে পাঁচ টেবিল চামচ চিনি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এ বার এই স্ক্রাবটি মুখে, গলায়, হাতে লাগিয়ে স্ক্রাব করুন। এর ফলে ত্বক ভিতর থেকে পরিষ্কার হবে। সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহারে মিলবে ফল।

টোনার হিসাবে কাজ করে: টোম্যটোর টোনার ব্যবহার করলে আপনার ত্বক থাকবে নরম , কোমল আর আর্দ্র। একটা শসা ও টোম্যটোর রস একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। কিছুক্ষণ পর তা মুখে ছিটিয়ে নিন। এই টোনারটি ফ্রিজে রাখলে অন্তত চারদিন ব্যবহার করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150