মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ছেলের হাতে বাবা খুন”চট্টগ্রামে ৮ খন্ড লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে-পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)। নওগাঁ দফায় দফায় বৈঠকের পর অবশেষে ২৬ ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে আজ!!!! নওগাঁ জেলা শিক্ষক সমিতির ২০২৩ নব নির্বাচিত সভাপতি মহাতাব ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর নওগাঁ ডেঙ্গু নিরাপত্তায় ‘মশারি’ সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত!!!! মধুপুরে বিষাক্ত রঙ ও কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, বিক্রি হচ্ছে প্রকাশ্যে মধুপুরে ঘুর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘরবাড়ি লন্ডভন্ড খুলে দেওয়া হয়েছে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা মাগুরা ছাত্রদলের সভাপতি’কে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন। শিক্ষার্থী এলেও আসেনি শিক্ষকরা, অযুহাত বৃষ্টির আমান ও তার ছেলে ফাহাদ মিলে হাবিজুর কে মারধর করে সর্বশেষ জয়দেবপুর থানায় অভিযোগ দুপচাঁচিয়ায় কাঁচা বাজারের লাগামহীন ভাবে বেড়েই চলেছে দ্রব্যমূল্যের দাম দুপচাঁচিয়ায় পুলিশ অভিযানে ১ ছিনতাইকারী আটক প্রতি রাতে অবৈধ বোমা মেশিন দিয়ে তুলছে পাথর নীরব দর্শকের ভুমিকায় পাটগ্রাম উপজেলা প্রশাসন রাঙ্গাবালী‌তে খাসজ‌মি দখল ক‌রে ব্যবসা প্রতিষ্ঠান নওগাঁ শতবর্ষ ঐতিহ্যবাহী রহস্য ঘেরা এই জলাশয়টি দিবর দিঘি নামে পরিচিত প্রকাশ!!! নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ ১ জন আটক অতঃপর ১ জন পালাতক!!!! নওগাঁর মহাদেবপুর পোরশায় বজ্রপাতে শ্রীমতী পাহান সাবানী পাহান ও রফিকুল ইসলাম নামে তিন জনের মৃত্যু!!!! সরিষাবাড়ীতে সংস্কার হলো রাস্তা, কমলো জনদূভোর্গ নওগাঁ আন্তঃজেলার ডাকাত চক্রের মুল হোতা মাসুদ রানাসহ ৯ জন গ্রেফতর!!!!!

আবারও রিয়ালকে হারালো শাখতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার পঠিত

আবারও রিয়ালকে হারালো শাখতার
ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। করোনা জর্জর দল শাখতার দোনেৎস্ক তাদের ৩-২ গোলে হারিয়ে চমকে দিয়েছিল। এবার বলে-কয়ে নিজ মাঠে রিয়ালকে হারালো তারা। ১৩ বারের চ্যাম্পিয়নকে দ্বিতীয়বারের দেখায় ২-০ গোলে হারিয়েছে শাখতার।

আগের দুই ম্যাচে ইন্টার মিলানকে হারানো রিয়াল শেষ ষোলোর মিশন নিয়ে শাখতারের মাঠে নেমেছিল। কিন্তু হেরে দ্বিতীয় স্থান থেকে তিনে নেমে গেলো তারা। ৫ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে ’বি’ গ্রুপে হেড টু হেডে এগিয়ে থেকে দুইয়ে উঠেছে শাখতার।

এ নিয়ে সব প্রতিযোগিতায় রিয়াল ছয় ম্যাচে তৃতীয় হার দেখলো। চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুটি জয়ই ইন্টার মিলানের বিপক্ষে। শেষ ম্যাচে রিয়াল খেলবে বরুশিয়া মনশেনগ্লাদবাখের বিপক্ষে, শাখতারের প্রতিপক্ষ সবার শেষে থাকা ইন্টার।

এই ম্যাচের আগে ফেভারিট হওয়ার দৌঁড়ে রিয়ালের চেয়ে শাখতার পিছিয়ে ছিল। কারণ প্রথম ম্যাচ জেতার পর থেকে ইউক্রেনিয়ানরা চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচ ধরে জয়ের দেখা তো পায়ইনি, এমনকি গোলও নয়। কিয়েভে আবার রিয়ালকে পেয়ে নিজেদের যেন ফিরে পেলো শাখতার।

প্রথমার্ধে বেশ ভালো খেলেছে রিয়াল। কিন্তু একাধিক সুযোগ নষ্টের খেসারত তাদের দিতে হয়েছে দ্বিতীয়ার্ধে গোল খেয়ে। ৫৭ মিনিটে কোভালেঙ্কো বল বাড়ান বক্সের দিকে। মেন্ডি বিপদমুক্ত করতে চাইলেও পারেননি। গোলমুখের কাছে এগোতে থাকা বলটি তীব্র গতিতে জালে জড়ান দেন্তিনহো। ওই গোলের ধাক্কা সামলে উঠতে পারেনি মাদ্রিদ ক্লাব। এর তিন মিনিট আগেই টাইসনের একটি আড়াআড়ি শট পা বাড়িয়ে ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

বিরতির পর পর প্রথম সুযোগ পেয়েছিল রিয়াল। করিম বেনজেমা বক্সের মধ্যে বল পেয়ে দূরের পোস্টে পাঠান। কিন্তু নাচোর হেড বারের উপর দিয়ে গেলে সুযোগ নষ্ট করে মাদ্রিদ ক্লাব।

ম্যাচে রিয়াল দুর্ভাগ্যের শিকার হয় পঞ্চম মিনিটে। বাঁ প্রান্তে বল পেয়ে বেনজেমা কাছের পোস্টের দিকে দৌঁড়াতে থাকা আসেনসিওর কাছে বল পাঠান। এই স্প্যানিশ ঠাণ্ডা মাথায় গোলকিপারকে বোকা বানান, কিন্তু তাকে বিস্মিত করে বল আঘাত করে পোস্টে।

এরপর রিয়ালকে হতাশ করতে থাকেন শাখতার গোলকিপার আনাতোলি ট্রুবিন। ১১ মিনিটে বেনজেমার শট ঠেকান তিনি। ৩০ মিনিটে কাছের পোস্ট থেকে আসেনসিওর রকেট গতির শটও এক হাত দিয়ে রুখে দেন। দ্বিতীয়ার্ধেও রিয়ালের দুটি প্রচেষ্টা ব্যর্থ করেন ট্রুবিন।

এগিয়ে থাকা শাখতার ফের ব্যবধান বাড়ায় ৭৩ মিনিটে দুটি বদল আনার পর। বদলি খেলোয়াড় মেকনের লম্বা পাস ধরে ৮২ মিনিটে বক্সে ঢুকে জোরালো শটে কোর্তোয়াকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন আরেক বদলি খেলোয়াড় সলোমন। তাতে আরেকবার রিয়ালকে হারের লজ্জায় ডোবায় শাখতার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed By cinn24.com
themesbazar24752150