আন্তর্জাতিক ডেস্ক :-
পৃথিবীতে অনেক কিছু ঘটে যা বিশ্বাস করাই কঠিন। তেমনকি একটি ঘটনা ঘটেছে রাশিয়াতে। দেশটিতে উদ্ধার করা এক বিড়ালকে বসানো হলো পরিবেশমন্ত্রীর পদে। সম্প্রতি দেশটির মিখাইল টুকাশ নামের এক আবর্জনা পরিষ্কার কর্মী ওই বিড়ালটিকে উদ্ধার করেন।
এই খবর প্রকাশ পাওয়ার পর বিশ্বের সবাই অবাক হয়েছেন। দেশটির মস্কো থেকে ৭০০ কিলোমিটার দূরের ইউলিয়ানভস্ক শহরের ঘটনা এটি। এমন খবর প্রকাশ করেছে নিউজ এইট্টিন।
ওই খবরে বলা হয়, সম্প্রতি ইউলিয়ানভস্ক শহরে মিখাইল টুকাশ নামের এক আবর্জনা পরিষ্কার কর্মী গারবেজ মেশিনে ছুড়ে ফেলার আগে ব্যাগুগলো পরীক্ষা করে দেখছিলেন। এমন সময় তিনি বুঝতে পারেন একটা সাদা প্লাস্টিকের থলিতে খুব নরম কিছু রয়েছে। সেটা একটু নড়াচড়াও করছে। তাই ওই থলিটার মুখ একটু ছিঁড়ে দেখেন মিখাইল। এ সময় থলি থেকে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে থাকে। আর সঙ্গে সঙ্গে থলিটা ছিঁড়ে অসহায় ওই বিড়ালকে বের করে আনেন তিনি।
সম্ভবত বিড়ালটির মালিক তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনা প্রকাশ পেলে ইউলিয়ানভস্কের আঞ্চলিক পরিবেশ মন্ত্রণালয় ওই বিড়ালটির রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও আপাতত ওই বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে পরিবেশমন্ত্রীর পদে বসানো হয়েছে।
ওই শহরের টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিড়ালটি পরিবেশমন্ত্রীর চেয়ারে বসে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে। যেন নতুন দায়িত্বের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন।
খবরে আরো বলা হয়, পরিচ্ছন্নতা কর্মী মিখাইলকেও আনুষ্ঠানিত ভাবে সংবর্ধনা দিয়েছে ইউলিয়ানভস্ক পরিবেশ মন্ত্রণালয়। পশুচিকিৎসক এসে পরীক্ষা করে জানায়, বিড়ালটি সম্পূর্ণ সুস্থই আছে। এদিকে সরকারকে নতুন মন্ত্রীর নামকরণের জন্য ইতোমধ্যে অনুরোধও জানিয়েছে সেখানকার জনগণ।
ওই শহরের আসল পরিবেশমন্ত্রী গুলনারা রখমতুলিনা ব্যক্তিগতভাবে একটি অনুরোধও জানিছেন তার নাগরিকদের। তিনি বলেন, পশু-পাখি পালনে ব্যর্থ হলে এভাবে মেরে ফেলার চেষ্টা না করে সবাই যেন তাদের অন্যত্র স্থান্তরিত করার চেষ্টা করেন।