কালাইয়ের আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারে ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে পূর্বে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ১১:০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের আয়োজনে ‘২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে পূর্বে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান গণপাঠাগারটির উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম এর সভাপতিত্বে ও লাইব্রেরিয়ান পলি আক্তারের সঞ্চালনায় ০৩ মার্চ, সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী লাইব্রেরিয়ান মোছাঃ রুমি খাতুন।
বিজয়ীরা হলেন এহসানুল হক সোহান (গ্রুপ: ক: মেধাক্রম: ১ম), মোঃ রাশিদ মুবাররাত আবিদ (গ্রুপ: ক: মেধাক্রম: ২য়), মোছাঃ রাবেয়া বসরী (গ্রপ: খ: মেধাক্রম: ১ম), শারমিন আক্তার স্মৃতি (গ্রুপ: খ: মেধাক্রম: ২য়), হোসনেয়ারা খাতুন (গ্রুপ: গ: মেধাক্রম: ১ম) এবং মোছাঃ মোহসিনা খাতুন (গ্রুপ: গ: মেধাক্রম: ২য়)।