কালাইয়ের কৃতি শিক্ষার্থী আবিরের বুয়েট, কুয়েট ও রুয়েটে অসাধারণ সাফল্য

- আপডেট সময় : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার কালাই উপজেলার বানিহাড়া গ্রামের মোঃ ওবায়দুর রহমান ও মোছাঃ রোকছানা আক্তার দম্পতির বড় ছেলে মোঃ ওয়ালিউর রহমান আবির বুয়েটে (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) পরীক্ষা দিয়ে ১১৭ তম স্থান অর্জন করে। আর বিষয় পায় ট্রিপল ই (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)। এছাড়া সে রুয়েটে (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ১১১ তম এবং কুয়েটে (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ৬৪৯ তম স্থান অর্জন করে।
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি থেকে কৃতি শিক্ষার্থী মোঃ ওয়ালিউর রহমান আবির প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে। এরপর বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ থেকে সে এসএসসি পাশ করে। তারপর এইচএসসি পাশ করে ঢাকার নটর ডেম কলেজ থেকে। উল্লেখ্য, আবির ৫ম, ৮ম, এসএসসি এবং এইচএসসিতে বরাবর জিপিএ-৫ পেয়ে আসছে। আর সে ৫ম, ৮ম এবং এসএসসিতে বৃত্তি পেয়েছিলো।
কৃতি শিক্ষার্থী মোঃ ওয়ালিউর রহমান আবিরের এরকম অসাধারণ সাফল্যে তার পিতা-মাতা, তার নানি মোছাঃ রোকেয়া বিবি মিনা, তার প্রিয় বন্ধু মোঃ সামিউল হক সায়িম, আত্মীয়-স্বজন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-স্টাফগণ এবং সুধীমহল অনেক আনন্দিত ও গর্বিত।