কালাইয়ের কৃতি সন্তান ড. মুনছুরকে সংবর্ধনা দিলেন ওমর স্কুলের অধ্যক্ষ

- আপডেট সময় : ০৩:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির আয়োজনে অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্বে স্কুল ক্যাম্পাসে ২৬ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১১ টায় ‘উইশডম মিটস এসপাইরিং মাইন্ডস’ অনুষ্ঠানের প্রধান অতিথি কালাইয়ের কৃতি সন্তান ড. মুনছুর রহমানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
ড. মুনছুর রহমানের বাড়ি কালাই পৌরসভার মূলগ্রাম মহল্লায়। তিনি কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং কালাই ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে জয়পুরহাট জেলায় সর্বোচ্চ জিপিএ নিয়ে উত্তীর্ণ হোন। এরপরে তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চান্স পান। তারপর কৃতিত্বের সাথে দেশের শিক্ষা শেষ করে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ মিসৌর’ থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে চাকরি করছেন।
প্রধান অতিথির বক্তব্যে মুনছুর রহমান বলেন, ‘সফলতার শীর্ষে ওঠার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কোনো বিষয় নয়। শিক্ষা প্রতিষ্ঠান যেমনই হোক, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে সফলতা অবশ্যই আসবে। আর আর্থিক সমস্যা কোনো সমস্যা নয়। জ্ঞান অর্জনের এবং প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই সফল হওয়া যাবে। যেমন আমি গরিব পরিবারের ছেলে হয়েও কালাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে আর্থিক সমস্যাকে উপেক্ষা করে আজ এ অবস্থায় এসে দাঁড়িয়েছি।’
এরপর শিক্ষা ব্যবস্থা বিষয়ে ড. মুনছুর রহমান বলেন, ‘আমি যতটুকু জানি বা দেখেছি, যুক্তরাষ্ট্রে আনন্দের সাথে পড়ানো হয়। যার ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে আগ্রহী হয়। আর আমাদের দেশে সেটা না থাকায় বা সব জায়গায় না থাকায় বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে আগ্রহ হারিয়ে ফেলে। সফলতা পেতে হলে প্রচুর পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। আর মোবাইল আসক্ত থেকে বের হতে হবে তাহলেই লক্ষ্যে পৌঁছানো যাবে।’
এরপর তিনি বলেন, ‘আমি কল্পনাও করিনি আমার জন্য ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি এতকিছুর আয়োজন করেছে। অসংখ্য ধন্যবাদ জনাব অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারকে আমাকে এভাবে সম্মানিত করার জন্য। এছাড়া দুইজন শিক্ষার্থী আমার জন্য নিজেদের হাতে স্কেচ তৈরি করেছে এবং আমাকে নিয়ে একজন শিক্ষার্থী কবিতা পর্যন্ত লিখেছে। আমাকে এতো ভালবাসবো ও সম্মান দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভবিষ্যতে কখনো যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী কালাইয়ের, বিশেষ করে ওমর স্কুলের সকল শিক্ষার্থীর জন্য সব ধরনের পরামর্শ ও সহযোগিতা আমি করবো।
ড. মুনছুর রহমানের পর বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান। অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমির শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা মোঃ সামিউল হক সায়িম, টিচিং এডভাইজার শামসুজ্জোহা, ১২১ জন শিক্ষক-স্টাফ, প্রায় ১১০০ এর অধিক শিক্ষার্থীসহ সুধীমহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি কালাইয়ের কৃতি সন্তান ড. মুনছুর রহমানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার।