কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন

- আপডেট সময় : ০৭:০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ০৮ মার্চ, শনিবার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেকার রহমান। বক্তব্য রাখেন কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব কালাইয়ের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর প্রমুখ।
এসময় কালাই উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ সামিউল হক সায়িম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীমহল উপস্থিত ছিলেন।