কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

- আপডেট সময় : ০১:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
মুনছুর রহমান – জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ই মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন “এ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক (বিশ্ব) নারী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাহফুজা খাতুন তিনি নারী জাতিকে শিক্ষিত হয়ে নিজেকে কর্মঠ ও স্বাবলম্বী হওয়ার কথা বলেন এছাড়াও বাল্যবিবাহে আবদ্ধ না হওয়া এবং কোন এলাকায় বাল্যবিবাহ হলে খবর দিয়ে সহযোগিতার কথা জানিয়ে বক্তব্য শেষ করেন। সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ইফতেকার রহমান তিনি বলেন নারী জাতি মায়ের জাতি তাদেরকে সম্মান দিয়ে কথাবার্তা বলা সবার উচিত। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোহতামিম তৌহিদা খাতুন, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও মাদাই নূর মহিলা সমিতির সভাপতি নাসিমা আক্তার, আতাহার যুথি মহিলা সমিতির সভাপতি হাবিবা জাহান জার্সিয়া। এ সময় উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা, কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন এলাকার মহিলা সমিতির সভাপতি, সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সভার সভাপতি ইউএনও মহোদয় সমাপনী বক্তব্যে বলেন নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত এছাড়াও তিনি বলেন কারণে অকারণে নারীকে নির্যাতন করা ঠিক নয়। নারীর জীবনে পুরুষ দরকার ঠিক তেমনি ভাবে পুরুষেরও নারীর দরকার আছে। সংসার সুখের হয় রমণীর গুনে তিনি এ কথা বলিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা শেষ করেন। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের সুপারভাইজার আতাউর রহমান।