কালাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে দুটি বাল্যবিয়ে বন্ধ-ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

- আপডেট সময় : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই পৌরসভার ০১নং ওয়ার্ড ও মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে দুটি বাল্যবিয়ে বন্ধ করলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। একটি বিয়েতে বরকে১০ হাজার টাকা অন্য বিয়েতেও বরের বাবাকে ১০হাজার টাকা জরিমান করা হয়েছে।
গত ০৩ মার্চ সোমবার রাত সাড়ে ৯ টায় কালাই পৌরসভার হাসপাতালের পাশে একটি অপরটি রাত ১১টায় কুসুমসাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ বন্ধ করে অর্থদন্ড করেন এবং তাদের কাছ থেকে মুচলেকা নেন ভ্রাম্যমান আদালত।
জানাগেছে ব্র্যাকের কর্মী এবং স্থানীয় ব্যাক্তির গোপন সংবাদের ভিত্তিতে কালাই হাসপাতালের দক্ষিন পার্শে জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সাথে কালাই পৌরসভার আকন্দপাড়ার ৮ম শ্রেনি পড়ুয়া মেয়ে (১৪) আওলাদ হোসেন তালেুকদারের বাড়িতে বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন। অপর দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন বাল্যবিবাহের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে না পাড়ে সেজন্য মাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।###