কালাইয়ে জামায়াতের রোকনদের শিক্ষা শিবির অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা জামায়াতের রোকনদের শিক্ষা শিবির টেকনিক্যাল কলেজ অডিটোরিয়ামে উপজেলা আমীর মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে ২২ ফেব্রুয়ারি শনিবার উপজেলা জামায়াতের রোকনদের মানন্নোয়নের লক্ষ্যে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ-তিনি উপস্থিত সদস্যের প্রতি বলেন পরকালে মুক্তির আশায় আমাদের কে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) প্রদর্শিত পথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এস এম রাশেদুল আলম সবুজ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা তারবিয়াত সেক্রেটারী মাওলানা মোঃ মাহমুদুল হাসান, জেলা মসজিদ মিশনের সভাপতি হাফেজ জোয়ারের হোসেন, জেলা শুরা সদস্য মাওলানা মোঃ নুরুজ্জামান সরকার, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুর রউফ, কালাই পৌরসভার আমীর মোঃ আব্দুল হান্নান, উপজেলা উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোঃ মোজাফফর হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মোনতাহার হোসেন, বায়তুলমাল সেক্রেটারী মোঃ আনোয়ারুল হক। সঞ্চালনায় ছিলেন মোঃ আব্দুল আলীম। ###