কালাই উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ মোট ৩ টি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার কালাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ২০২৫ এর মার্চ মাসের কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ মার্চ, মঙ্গলবার সকাল ১১ টায় কালাইয়ের উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন সরকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কালাই উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ সামিউল হক সায়িম, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান, কালাই সাংবাদিক পরিষদ এর সিনিয়র সহ সভাপতি মোঃ মুনছুর রহমান, কালাই প্রেসক্লাবের সভাপতি মোঃ এ টি এম সেলিম সরোয়ার, প্রেসক্লাব কালাই এর সভাপতি মোঃ আতাউর রহমান এবং সেক্রেটারী মোঃ তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর প্রমুখ।
এরপর একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে সকাল সাড়ে ১১ টায় ‘২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ মনোয়ারুল হাসান, কালাই উপজেলার বিএনপির সিনিয়র নেতা আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামীর কালাই উপজেলা আমির মোঃ মুনছুর রহমান প্রমুখ।
তারপর সেখানেই কালাইয়ের ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউএনও শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে দুপুর ১২ টায় ‘সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার/২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রউফ।