কালাই উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন, হিফজুল কুরআন প্রতিযোগিতা ও শহিদ দিবসের দোয়া

- আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
মোঃ সামিউল হক সায়িম, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলাধীন কালাই উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে উপজেলার ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে এবং মসজিদের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদের দোয়া পরিচালনার মাধ্যমে ‘প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন ২০২৫’ এবং এরপর সেখানে ‘উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনটির মডেল কেয়ারটেকার মোঃ শাহজাহান আলী মোল্লা এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম। আলোচক ছিলেন কালাইয়ের মডেল শিক্ষক ও খতিব মোঃ আফজাল হোসেন (বাসুড়া পশ্চিমপাড়া জামে মসজিদ)। উল্লেখ্য, শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমানের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই দিনের অনুষ্ঠান শুরু হয়। আর হামদ্/নাত পরিবেশন করেন মডেল মসজিদের মোয়াজ্জিন মোঃ তাইজুল ইসলাম।