গাজীপুরে কিশোর অটো চালক খুন! অটো চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়ার গজারি বনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের অভিযানে ধরা পড়েছে সংঘবদ্ধ অটো চোর চক্রের দুই সদস্য, উদ্ধার হয়েছে অটোরিকশার বিভিন্ন অংশ।নিহত রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়ার মৃত কাদির বেপারীর ছেলে। জীবিকার তাগিদে হোতাপাড়া-আরপি গেট সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চালাত সে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি রাসেল। পরদিন শনিবার সকালে স্থানীয়রা তার লাশ বনের মধ্যে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে ভয়ংকর তথ্য। পুলিশের অভিযানে সন্দেহভাজন খোকনের বাড়ি থেকে রাসেলের অটোরিকশার কন্ট্রোলার, মোটর ও ব্যাটারি উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সবুজ মিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় সবুজ-কালো রঙের তিন চাকার অটোরিকশার মূল বডি। পরে অটোরিকশার বডি দেখে সনাক্ত করে নিহত রাসেলের স্বজনরা।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। গ্রেফতার হওয়া দুই আসামি সাব্বির হোসেন সুজন ও সবুজ মিয়া তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তবে আমাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডের পেছনে আরও একটি চক্র কাজ করছে। মূল রহস্য উদঘাটনে জড়িতদের ধরতে অভিযান চলছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের জামিন না দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
স্থানীয়দের মতে, রাসেলের মতো অনেক কিশোরই জীবিকার তাগিদে অটোরিকশা চালায়। কিন্তু সংঘবদ্ধ চোরচক্র তাদের টার্গেট করছে। এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আরও এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা