গোমূত্রেই সারে বিভিন্ন রোগ! দাবি করলেন স্বয়ং IIT মাদ্রাজের ডিরেক্টর, তারপরে যা হল….

- আপডেট সময় : ০৪:৩৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:হিন্দুদের কাছে, গোরু হচ্ছে স্বয়ং ভগবানের স্বরূপ। এমনকি গোরুর দুধ থেকে শুরু করে গোবর সমস্ত কিছুই পবিত্র অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তবে এবার গোমূত্র নিয়ে বিশেষ দাবি করলেন আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর ভি কামাকোটি। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। বলা যায় গোমূত্র নিয়ে প্রশংসা করেছেন তিনি। সেইসাথে জানিয়েছেন গোমূত্রের উপকারিতা সম্পর্কে।
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। আর এই ভাইরাল ভিডিওকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিওতে আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর ভি কামাকোটি দাবি করেছেন, গোমূত্রে ঔষধি গুণ রয়েছে। তাঁর মতে, এর মাধ্যমে যেকোনও ধরনের সংক্রমণ এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। এমনকি হজমের বৃদ্ধিতেও দারুণ কাজ করে বলে জানিয়েছেন তিনি।
আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর কামাকোটি এই ভাইরাল ভিডিওতে একটি গল্পও শুনিয়েছেন। তিনি জানান, “একবার এক সাধুকে দেখেছিলাম, যিনি প্রবল জ্বরে কাবু ছিলেন। যখন ডাক্তার ডাকার ভাবনাচিন্তা চলছে। তখন তিনি বলেছিলেন, গোমূত্রন পিনামি। সেই সাধুর নামটি আজ মনে নেই। তবে দেখেছি, তিনি সেই সময় গোমূত্র পান করে নিয়েছিলেন। এবং মাত্র ১৫ মিনিটের মধ্যে সেই সাধুর গায়ের তাপ কমতে শুরু করেছিল।”
অর্থাৎ আইআইটি মাদ্রাজের (IIT Madras) ডিরেক্টর কামাকোটির দাবি অনুযায়ী, গোমূত্র বহুরোগের ওষুধ। ভাইরাল এই ভিডিওতে তিনি আরও জানিয়েছেন, গোমূত্রে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং হজমকারক বৈশিষ্ট্য। বিশেষ করে, আমাশার মত রোগ সারাতে অত্যন্ত কার্যকরী। চেন্নাইয়ে গো সংরক্ষণশালায় আয়োজিত মাতু পোঙ্গল অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর। আর সেখানেই তিনি গোমূত্র নিয়ে এমন দাবি করেন। রাতারাতি সেই ভিডিও সমাজ মাধ্যমে তুমুল ভাইরাল হয়।