জয়পুরহাটের কালাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্যোগে ইফতার মাহফিল

- আপডেট সময় : ১২:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
মুনছুর রহমান-জয়পুরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলার কালাই উপজেলা শাখার আয়োজনে ১১ মার্চ কালাই টেকনিক্যাল এন্ড বিএম কলেজ অডিটোরিয়ামে আদর্শ শিক্ষক ফেডারেশন কালাই উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা সভাপতিত্বে মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও হানাইল নো’মানীয়া কামিল মাদরাসার প্রভাষক মোঃ মাহমুদুল হাসান, কালাই মাদরাসা শিক্ষক পরিষদ কালাই উপজেলা শাখার সভাপতি ও পুর এম ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মুফতি মোঃ সাহেব আলী, মাধ্যমিক বিদ্যালয় বিভাগের সভাপতি ও জামুড়া- বাসুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম। এছাড়াও প্রাথমিক বিদ্যালয় বিভাগের সভাপতি, এবতেদায়ী বিভাগের সভাপতি মোঃ মোনতাহার হোসেন বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বেগুনগ্রাম ডিগ্রি মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মোঃ নুরুজ্জামান সরকার। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ছিলিমপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী ও মাদরাসা শিক্ষক পরিষদ কালাই উপজেলা শাখার সহসভাপতি মাওলানা খাইরুল ইসলাম।