বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগিদের উপস্থিতিতে সরাসরি যাচাই-বাছাই চলছে।
মঙ্গলবার(৫সেপ্টেম্বর)দুপুরে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ভেরিফিকেশনকালে বয়স্কভাতাভোগিরা জীবিত না মৃত, প্রতিবন্ধীরা প্রকৃত প্রতিবন্ধীকিনা এবং বিধবারা স্বামী পরিত্যাক্তাই রয়েছে কিনা সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সিদ্দিক হোসেন, সহকারী সমাজ সেবা অফিসার ফজর আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা বেগম, যুবলীগ নেতা ওবায়দুল হক মুকুল, শহীদুল ইসলাম, কবীর হোসেন, শামছুর রহমান স্বপন প্রমূখ।