ঢাকা কলেজে জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
মুনছুর রহমান-বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার তাৎপর্য উপলক্ষে ঢাকা কলেজস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই মাহফিলে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাহমুদ হাসান রোমান। উপস্থিত ছিলেন, ঢাকা কলেজস্থ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি জুয়েল হোসাইন পিয়াস।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, সাবেক ছাত্র নেতা আব্বাস আলী। এছাড়াও জেলা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফ্রিদী হাসান। ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একতা, সহযোগিতা ও শিক্ষামুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রোমান বলেন, “আমাদের সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করবো।”
ইফতার পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং সংগঠনের উন্নতির জন্য দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক আফ্রিদী হাসান বলেন, “আমাদের এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করছি, ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ।” উল্লেখ্য, জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে জেলার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ইফতার মাহফিলও সেই ধারাবাহিকতার অংশ।