তালোড়ায় দরিদ্রদের মাঝে বিনামূল্যে নলকূপ টিউবওয়েল বিতরণ

- আপডেট সময় : ০৮:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়া দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সার্বিক ব্যবস্থাপনায় ও ইখওয়ান ইয়ুথ সোসাইটির আয়োজনে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার তালোড়া আদর্শ কেজি স্কুল এন্ড নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ নলকূপ (টিউবওয়েল) বিতরণ করেন গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া – ৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) এলাকার জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় তালোড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই বাবু, সেক্রেটারী মোখলেছার রহমান, গুনাহার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক খান লিটন, জামায়াত নেতা আলহাজ্ব আব্দুস ছাওার, শফিকুল ইসলাম, নুর ইসলাম, বাহেল উদ্দিন, উপজেলা জামায়াত যুব বিভাগের প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, তালোড়া পৌর জামায়াতে যুব বিভাগের সভাপতি আরশাফুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধক্ষ্য আমিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন তালোড়া পৌর ও ইউনিয়নে ত্রিশটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়। সেই সঙ্গে ইট, বালি ও সিমেন্ট বিতরণ করা হয়েছে।