তিমির মুখ থেকে এখন পর্যন্ত যারা বেঁচে ফিরেছেন

- আপডেট সময় : ০৪:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ২২ বার পড়া হয়েছে
আসহাবিল ইয়ামিন
হাম্পব্যাক তিমি আক্রমণের পর মুহূর্তেছবি: এপি
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি হাম্পব্যাক তিমি একটি কায়াকসহ (নৌকা) এক তরুণকে গিলে ফেলছে। এই অবিশ্বাস্য ঘটনাটি সবাইকে হতবাক করেছে। আশ্চর্যজনক বিষয় হলো, তরুণ তিমির পেট থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এটিকে প্রকৃতির বিস্ময়কর শক্তি হিসেবে দেখছেন। আবার কেউ তরুণের সৌভাগ্যের প্রশংসা করছেন।
গত ৮ ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটে চিলির ২৪ বছর বয়সী আদ্রিয়ান সিমানকাসের সঙ্গে। আদ্রিয়ান যখন তাঁর বাবা ডেলের সঙ্গে চিলির মাগেলান প্রণালিতে সান ইসিড্রো বাতিঘরের কাছে কায়াকিং করছিলেন, তখন একটি হাম্পব্যাক তিমি কয়েক সেকেন্ডের জন্য আদ্রিয়ানিকে হলুদ কায়াকসহ গিলে ফেলে। সৌভাগ্যক্রমে আদ্রিয়ানকে বেশিক্ষণ তিমির মুখের ভেতরে থাকতে হয়নি। কয়েক মুহূর্ত পরই তিমিটি কায়াকসহ আদ্রিয়ানকে মুখ থেকে বের করে দেয়।